পার্ক থেকে উদ্ধার কিশোর-কিশোরীর ঝুলন্ত দেহ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
দিল্লির হৌজ় খাসে একটি পার্কের ভিতর গাছ থেকে দুই কিশোর-কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার। তাঁদের গলায় একটি নাইলনের দড়ি জড়ানো ছিল। রবিবার ভোরে ওই ঝুলন্ত দেহ চোখে পড়ে পার্কের রক্ষীর। তিনি থানায় খবর দেন। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন দু’জন। যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশ দাবি করেছেন, ওই গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করা সম্ভব নয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পার্কে আসা প্রাতর্ভ্রমণকারীরাও। পার্কের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ তাদের কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিলেন হৌজ় খাসের নিরাপত্তা রক্ষী বলজিৎ সিংহ। তাঁর বয়স ৩৫ বছর। তিনি ফোন করে জানান, পার্কের একটি গাছ থেকে কিশোর-কিশোরীর দেহ ঝুলছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে পৌঁছে দেখে কালো টিশার্ট এবং জিনস পরা এক কিশোর এবং সবুজ পোশাক পরে এক কিশোরীর দেহ গাছ থেকে ঝুলছে। তাদের প্রাথমিক অনুমান, দু’জনের বয়স ১৭ বছরের আশপাশে। পুলিশ জানিয়েছে, দু’জনের গলায় একটিই নাইলনের দড়ি জড়ানো ছিল।
ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের একাংশের দাবি, যে গাছে ঝুলন্ত অবস্থায় দু’জনের দেহ মিলেছিল, সেটি ততটাও দৃঢ় নয়। অন্য কোথাও খুন করে তরুণ, তরুণীর দেহ এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। প্রাতর্ভ্রমণকারীরা পার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, ওই পার্কে অন্য কোনও ধরনের অপরাধও ঘটতে পারে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।