Maha Kumbh Mela 2025

৩২ বছর ধরে স্নান করেননি! ৩ ফুট ৮ ইঞ্চির ‘ছোটু’ বাবাই মহাকুম্ভে সকলের নজরে

গঙ্গাপুরীর বয়স ৫৭ বছর। অসমের কামাখ্যা পীঠ থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় এসেছেন তিনি। সঙ্গমের তীরে নিজের একটি ছাউনি তৈরি করেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ২১:০৮
‘ছোটু বাবা’ ওরফে গঙ্গাপুরী মহারাজ।

‘ছোটু বাবা’ ওরফে গঙ্গাপুরী মহারাজ। — ফাইল চিত্র।

উচ্চতা মেরেকেটে ৩ ফুট ৮ ইঞ্চি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে আকর্ষণের কেন্দ্রে তিনিই। মহিলা থেকে পুরুষ, তরুণ থেকে প্রবীণ, সকলেই এসে তাঁর পা ছুঁয়ে প্রণাম করছেন। মাথায় হাত রেখে আশীর্বাদ বিলোচ্ছেন ‘ছোটু বাবা’ ওরফে গঙ্গাপুরী মহারাজ। তাঁর দাবি, গত ৩২ বছর ধরে স্নান করেননি তিনি। মহাকুম্ভেও গঙ্গায় স্নানে নামবেন না। তবে মেলার শেষ দিন পর্যন্ত থেকে যাবেন।

Advertisement

গঙ্গাপুরীর বয়স ৫৭ বছর। অসমের কামাখ্যা পীঠ থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় এসেছেন তিনি। সঙ্গমের তীরে নিজের একটি ছাউনি তৈরি করেছেন। সেখানে বসেই সকাল-বিকেল ভক্তদের আশীর্বাদ বিলিয়ে চলেছেন গঙ্গাপুরী। তিনি জানিয়েছেন, এখানে আসতে পেরে খুব খুশি তিনি। তবে পুণ্যতিথিতে সঙ্গমে স্নান করতে নামবেন না। কেন? গঙ্গাপুরী জানিয়েছেন, তাঁর মনের ইচ্ছাপূরণ হয়নি। সেই ইচ্ছাপূরণ না হওয়া পর্যন্ত স্নান করবেন না বলে পণ করেছেন।

১২ বছর অন্তর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হয়। এ বছর ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে। ১৪ এবং ২৯ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি স্নানের তিথি রয়েছে। সেই পুণ্যস্নান করতে প্রয়াগরাজে জড়ো হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সেই কথা মাথায় রেখে মেলা চত্বরে কড়া নিরাপত্তা মোতায়েন করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন।

Advertisement
আরও পড়ুন