Big Bash League

একাধিক ক্রিকেটারের চোট, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে অবসর ভেঙে মাঠে নামলেন সহকারী কোচ!

বছর খানেক আগে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অস্ট্রেলিয়ার হয়ে ৪৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিশ্চিয়ান। দলের প্রয়োজনে অবসর ভেঙে ২২ গজে ফিরতে হল তাঁকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ২০:৩১
PIcture of Dan Christian

ড্যান ক্রিশ্চিয়ান। ছবি: এক্স (টুইটার)।

ছিলেন দলের সহকারী কোচ। চোট, আঘাতে জর্জরিত দলের স্বার্থে অবসর ভেঙে মাঠে নেমে পড়েন ড্যান ক্রিশ্চিয়ান। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্যাট হাতে অবশ্য হতাশ করলেন না। ৪১ বছরের ক্রিশ্চিয়ানের ব্যাট থেকে এল ১৫ বলে ২৩ রানের ইনিংস।

Advertisement

বিগ ব্যাশ লিগের দল ব্রিসবেন থান্ডারের সহকারী কোচ ছিলেন ক্রিশ্চিয়ান। দলের একাধিক ক্রিকেটারের চোট, আঘাত। ব্রিসবেন হিটের বিরুদ্ধে ১১ জনের দল তৈরি করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। পরিস্থিতি সামলাতে অবসর ভেঙে মাঠে ফেরার সিদ্ধান্ত নেন ৪১ বছরের প্রাক্তন ক্রিকেটার। মাঠে নেমে তিনি অবশ্য হতাশ করেননি। ১৫ বলে ২৩ রানের ইনিংস খেললেন। মারলেন দু’টি ছক্কাও। তাঁর ছোট অথচ কার্যকরী ইনিংসের সুবাদে সিডনি থান্ডার শেষ পর্যন্ত করে ৮ উইকেটে ১৭৩ রান। উল্লেখ্য, বছর খানেক আগে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি।

ড্যানিয়েল স্যামস, ক্যামেরন ব্যানক্রফটে মতো ক্রিকেটারদের চোট সমস্যায় ফেলেছিল সিডনি কর্তৃপক্ষকে। তাঁরাই প্রাক্তন অলরাউন্ডারকে মাঠে নামার অনুরোধ করেন। ক্রিকেটজীবনে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসাবে পরিচিত ছিলেন ক্রিশ্চিয়ান। ছ’টি দেশের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মোট ১৮টি দলের হয়ে খেলেছেন ৪০৯টি ম্যাচ। অবসর নেওয়ার পর কোচিংয়ে এসেছেন। নিজের ফিটনেস বজায় রাখার ব্যাপারে সচেতন ক্রিশ্চিয়ান।

অস্ট্রেলিয়ার হয়ে ২০টি এক দিনের ম্যাচ এবং ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ক্রিশ্চিয়ানের। ২০২১ সালে শেষ দেশের হয়ে খেলেন তিনি। দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ডেকান চার্জার্সের মতো দলের হয়ে খেলেছেন আইপিএল।

Advertisement
আরও পড়ুন