—প্রতিনিধিত্বমূলক ছবি।
সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এ বার তদন্ত শুরু করল সিবিআই-ই! অভিযোগ, দুর্নীতির তদন্ত করতে গিয়ে অভিযুক্তের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন ভাস্কর নামে ওই সিবিআই আধিকারিক। ঘটনাটি জানাজানি হতেই সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।
ঘটনাটি ২০২৩ সালের মার্চ মাসের। মুম্বইয়ে শুল্ক দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় ভাস্করকে। তিনি সিবিআইয়ের ডেপুটি পুলিশ সুপার। ওই শুল্ক দফতরের আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি এবং তাঁর সহযোগীরা প্রয়োজনীয় শুল্ক না-নিয়েই পণ্য ছেড়ে দিতেন। তার বিনিময়ে মোটা অঙ্কের ‘ঘুষ’ নিতেন! সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই।
সেই তদন্ত করতে গিয়েই ভাস্করও জড়িয়ে পড়েন ঘুষকাণ্ডে। অভিযোগ, ওই শুল্ক আধিকারিকের থেকে টাকা নিয়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন ভাস্কর। অভিযুক্তের কাছ থেকে ২০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ভাস্করের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরই সিবিআই তার নিজের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই ভারতীয় সেনায় পাক গুপ্তচর, এমনই অভিযোগে সিবিআই তদন্তে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল সিবিআইয়েরই এক তদন্তকারী অফিসারের বিরুদ্ধে। মামলা লঘু করার মতো চাঞ্চল্যকর অভিযোগে কাঠগড়ায় ওঠেন সিবিআইয়ের ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক ইমরান। সেই আবহে এ বার দেশে আরও এক সিবিআই আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল।