Cyber Crime

হ্যাকারের ঘরে হানা সাইবার অপরাধীর! পাল্টা তাঁরই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিলেন তিনি

নাম প্রকাশে অনিচ্ছুক ওই হ্যাকার জানিয়েছেন, অনেক দিন ধরেই সাইবার অপরাধী নানা ভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন। তিনি ইচ্ছা করেই অপরাধীর পাতা ফাঁদে পা দেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৬:১১
হ্যাকারকে নিশানা বানানোর চেষ্টা সাইবার অপরাধীর। প্রতীকী ছবি।

হ্যাকারকে নিশানা বানানোর চেষ্টা সাইবার অপরাধীর। প্রতীকী ছবি।

জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করতে যাওয়া যে কতটা বিপজ্জনক তা হাড়ে হাড়ে টের পেলেন এক সাইবার অপরাধী। সাধারণ ব্যক্তি ভেবে এক হ্যাকারের ঘরেই হানা দিয়েছিলেন তিনি। তার পর কোনও রকমে পালিয়ে বাঁচলেন সাইবার অপরাধী।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক ওই হ্যাকার জানিয়েছেন অনেক দিন ধরেই সাইবার অপরাধী নানা ভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন। তিনি ইচ্ছা করেই অপরাধীর পাতা ফাঁদে পা দেন। তাঁর সঙ্গে কথোপকথন হয় হ্যাকারের। তার পরই তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে টাকা দাবি করেন। হ্যাকারও তাঁর কথামতো টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যান।

হ্যাকার জানিয়েছেন, তিনি দেখতে চাইছিলেন ওই সাইবার অপরাধীর বিদ্যা কত দূর। তার পরই নিজের কেরামতি দেখানো শুরু করেন হ্যাকার। যে ল্যাপটপ থেকে সাইবার অপরাধী ভিডিয়ো কল করেছিলেন, সেই ল্যাপটপটিকেই হ্যাক করে ফেলেন। তার পর সাইবার অপরাধীকে তাঁর ব্যক্তিগত তথ্য পাঠিয়ে চমকে দেন। কার সঙ্গে পাল্লা নিয়েছেন বুঝতে পেরেই চম্পট দেন ওই সাইবার অপরাধী।

সম্প্রতি সাইবার অপরাধের ঘটনা অনেক বেড়েছে দেশে। বিশেষ করে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো ঘটনা। এ রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। কিন্তু এই ঘটনায় সাইবার অপরাধী নিজেই হ্যাকারের পাল্লায় পড়ে চম্পট দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন