বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। —ফাইল ছবি।
দিল্লির বিধানসভা ভোট ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে লড়াইয়ে এ বার আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেসের সঙ্গে শামিল হল বিজেপিও। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে জানালেন, দিল্লিতে ক্ষমতায় এলে তাঁর দল ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ চালু করে প্রতি মহিলাদের মাসে ২৫০০ টাকা সাম্মানিক দেবে। পাশাপাশি, প্রতি ৫০০ টাকার রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তাহারে। রয়েছে দোল এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়ার অঙ্গীকারও।
দিল্লির ক্ষমতাসীন আপ সরকার তাদের ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ প্রকল্পে বর্তমানে ১৮ বছর ঊর্ধ্ব মহিলাদের মাসে ১০০০ টাকা অনুদান দিয়ে থাকে। অরবিন্দ কেজরীওয়ালের দল প্রতিশ্রুতি দিয়েছে যে, দিল্লিতে ক্ষমতা পুনর্দখল করলে তারা মহিলাদের মাসে ২১০০ টাকা অনুদান দেবে। তার পাল্টা কংগ্রেস ঘোষণা করেছে যে, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা দেওয়া হবে। এ বার অনুদানের অঙ্কের প্রতিশ্রুতিতে কংগ্রেসকে ছুঁয়ে ফেলল বিজেপি।
২০১৫-র বিধানসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পরেই একের পর এক জনসম্পর্কিত ক্ষেত্রে ভর্তুকি এবং বিনামূল্যের পরিষেবা নীতি চালু করেছিলেন কেজরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সমলোচনায় সরব ছিলেন সে সময়। ঠাট্টা করে বলতেন, ‘রেউড়ি রাজনীতি’। এ বার ভোটে কার্যত সেই পথেই পা বাড়িয়েছে বিজেপি। মোদীর দলের নির্বাচনী ইস্তাহারে প্রবীণ নাগরিকদের জন্য ২৫০০ থেকে ৩০০০ টাকা মাসিক অনুদান, ‘আয়ুষ্মান ভারত’ কর্মসূচির মাধ্যমে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা, প্রসূতিদের এককালীন ২১ হাজার টাকা অর্থসাহায্য, ‘অটল ক্যান্টিন’ চালু করে পাঁচ টাকায় পুষ্টিকর খাদ্যবিলির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি এক দফায় দিল্লি বিধানসভার ৭০টি আসনেই ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা।