Bank Loot Attempt

এটিএম ভেবে পাসবই আপডেটের যন্ত্র ভাঙল চোরের দল! আজব ব্যাঙ্ক লুটের চেষ্টা হরিয়ানায়

ব্যাঙ্ক লুট করতে গিয়ে এটিএম ভেবে পাসবই ছাপানোর মেশিন ভাঙল চোরেরা। দীর্ঘ ক্ষণ ধরে চেষ্টার পরে শেষে কিছু কাগজপত্র, প্রিন্টার এবং ব্যাটারি হাতে আসে তাঁদের। পুরোটাই পণ্ডশ্রম!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ২০:৫২
ব্যাঙ্ক লুট করতে প্রবেশ করে পুরোটাই পণ্ডশ্রম!

ব্যাঙ্ক লুট করতে প্রবেশ করে পুরোটাই পণ্ডশ্রম! — প্রতীকী চিত্র।

ব্যাঙ্ক লুট করতে গিয়ে এটিএম ভেবে চোরের দল ভাঙলেন পাসবই আপডেট করার মেশিন। টাকা লুট করতে গিয়ে চোরেদের হাতে এল কিছু কাগজ, প্রিন্টার এবং ব্যাটারি। ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়ারি জেলায়।

Advertisement

রেওয়ারি জেলার কোসলিতে একটি ব্যাঙ্কে শনিবার রাতে হানা দিয়েছিল চোরেরা। অভিযোগ, ব্যাঙ্কের জানালার গ্রিল কেটে তারা ভিতরে প্রবেশ করে। ব্যাঙ্কের ভিতরে প্রবেশের পর প্রথমে তারা ব্যাঙ্কের স্ট্রং রুমে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দরজা খুলতে ব্যর্থ হলে ব্যাঙ্কের ভিতর রাখা পাসবই আপডেট করার মেশিনের দিকে চোখ পড়ে তাদের। সেটিকে এটিএম ভেবে ভাঙাভাঙি শুরু করে চোরেরা।

ঘটনাটি ঘটে শনিবার রাতে। রবিবার স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন থানায়। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সময় পুলিশের নজরে আসে চোরেদের এই ‘কীর্তি’। দীর্ঘ ক্ষণ ধরে চেষ্টার পরেও টাকা পয়সা কিছু না পেয়ে শেষে কিছু কাগজপত্র, প্রিন্টার, ব্যাটারি এবং আরও কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় চোরেদের দল। এত কষ্ট করে জানালার গ্রিল ভেঙে ব্যাঙ্কের ভিতর প্রবেশ করে পুরোটাই পণ্ডশ্রম!

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে ওই অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই চোরেদের দলের কোনও সন্ধান পাওয়া যায়নি। এ দিকে এটিএম ভেঙে ব্যাঙ্কের পাসবই আপডেট করার মেশিন ভাঙার ঘটনায় তাজ্জব পুলিশ এবং স্থানীয় বাসিন্দারাও। ব্যাঙ্কের তরফেও জানানো হয়েছে, যে কাগজপত্রগুলি চুরি গিয়েছে সেগুলিও প্রয়োজনীয় কিছু নয়।

Advertisement
আরও পড়ুন