Asphyxiation

কাশ্মীরের হোটেল থেকে তিন বন্ধুর দেহ উদ্ধার, হিটার চালিয়েই কি দমবন্ধ হয়ে মৃত্যু যুবকদের!

ভাদেরওয়াহর একটি হোটেলের সামনে অভিযোগকারীর ভাইয়ের স্কুটার দেখতে পায় পুলিশ। হোটেলের কর্মীরা জানান, সেখানে দুই বন্ধুর সঙ্গে উঠেছিলেন ওই ব্যক্তি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৬:১৪
পুলিশের প্রাথমিক অনুমান, ঘরে হিটার চলার কারণে দমবন্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘরে হিটার চলার কারণে দমবন্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

জম্মু ও কাশ্মীরের হোটেলের ঘর থেকে উদ্ধার তিন জনের দেহ। ঘরে একটি কয়লা চালিত হিটারও মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই হিটার চলার কারণে দমবন্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। কাশ্মীরের ডোডা জেলার ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, জম্মুর থানায় স্থানীয় এক ব্যক্তি নিজের ভাইয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তাঁর ভাই মুকেশ কুমার কাশ্মীরের ভাদেরওয়াহ বে়ড়াতে গিয়েছিলেন। কিন্তু তার পর থেকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। পুলিশ খোঁজ শুরু করে। ভাদেরওয়াহর একটি হোটেলের সামনে অভিযোগকারীর ভাইয়ের স্কুটার দেখতে পায় পুলিশ। হোটেলের কর্মীরা জানান, সেখানে দুই বন্ধুর সঙ্গে উঠেছিলেন ওই ব্যক্তি। এর পরেই তাঁদের ঘরের দরজায় ধাক্কা দেয় পুলিশ। যদিও কেউ দরজা খোলেনি। শেষ পর্যন্ত পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে ওই ব্যক্তি এবং তাঁর দুই বন্ধুকে পড়ে থাকতে দেখে।

তিন জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক দল। ডোডা পুলিশের সিনিয়র সুপার (এসএসপি) সন্দীপ মেহতা জানিয়েছেন, ঘরে হিটার চালানোর‌ কারণে দমবন্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলে বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যাবে। মৃত মুকেশ, আশুতোষ এবং সানি চৌধুরি জম্মুর বাসিন্দা।

Advertisement
আরও পড়ুন