(বাঁ দিকে) ‘পদ্মাবত’ ছবিতে রণবীর সিংহ এবং ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কপূর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
রণবীর বনাম রণবীর! রণবিজয় সিংহ বলবীর না কি আলাউদ্দিন খলজি? হঠাৎই উসকে উঠেছে বিতর্ক। সৌজন্য ‘ধুরন্ধর’— রণবীর সিংহের আসন্ন ছবি।
নতুন বছরের প্রথম রাতে সমাজমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে ‘ধুরন্ধর’ ছবির শুটিংয়ের একটি ছোট্ট ভিডিয়ো। সেখানেই দেখা গিয়েছে পাঠান স্যুট পরিহিত রণবীর সিংহের ছবি। মাথায় লম্বা চুল, মুখে দাড়ি। শুধু তা-ই নয়, বোঝা যাচ্ছে অ্যাকশন দৃশ্যের বেশ মিল রয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটাগরিকের একাংশ বলতে শুরু করেছেন, রণবীর সিংহের চেহারা আসলে রণবীর কপূরের থেকে অনুপ্রাণিত। কেউ কেউ আবার বলেছেন, ‘অ্যানিম্যাল’-এর রণবিজয় যদি বলবীর সিংহের মতো বড়লোকের ঘরে না জন্মে মধ্যবিত্ত পরিবারে জন্মাত, তা হলে ঠিক ‘ধুরন্ধর’-এর রণবীর সিংহের মতোই দেখতে লাগত। এমনকি এক নেটাগরিক সরাসরি তুলনা টেনেছেন ‘অ্যানিম্যাল’-এর ফাঁস হওয়া প্রথম লুকের সঙ্গে। সেখানে ঠিক যে ভাবে রণবীর কপূরকে দেখা গিয়েছিল একটি গাড়ির গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে, সে ভাবেই দেখা গিয়েছে রণবীর সিংহকে।
তবে, বেশির ভাগ নেটাগরিকই মনে করিয়ে দিয়েছেন, ‘অ্যানিম্যাল’-এর অনেক আগে পর্দায় ‘অ্যানিম্যাল’ হয়ে এসেছিলেন রণবীর সিংহ। সঞ্জয় লীলা ভন্সালীর ‘পদ্মাবত’ ছবিতে প্রায় একই রকম লম্বা চুল ও দাড়িতে আলাউদ্দিন খলজির চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিংহকে। ঐতিহাসিক খলজির চরিত্র ফুটিয়ে তুলতে রণবীর প্রচুর পরিশ্রম করেছিলেন। তাঁর চোখে জ্বলে উঠেছিল হিংসা আর লোভের আগুন।
এমনিতেই রণবীর সিংহ বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা, যিনি যে কোনও চরিত্রের সঙ্গে মানানসই করে নিজেকে গড়ে নিতে পারেন। ২০১৮ সালে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘পদ্মাবত’-এ অভিনয় করেছিলেন রণবীর সিংহ। যদিও ছবিতে তিনি মোটেও নায়ক নন, বরং খলনায়ক। তবে, তাঁর অভিনয় গুণে আর চিত্রনাট্যের কৌশলে খলনায়ক ‘খলজি’-ও দর্শকের মন পেয়েছিল। ২০২৩ সালে মুক্তি পেয়ছিল রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’। সেখানে অবশ্য রণবীর নিজেই নায়ক, কিন্তু তাঁর চরিত্র ছিল উগ্র পৌরুষের নিদর্শন। রণবীর সিংহের অনুরাগীরা তাই জোর গলায় বলছেন, ‘অ্যানিম্যাল’-এর পরিকল্পনা তৈরি হওয়ার আগেই ‘অ্যানিম্যাল’ চরিত্রে অভিনয় করে ফেলেছেন রণবীর সিংহ।
তবে যাই হোক, মেয়ে দুয়ার জন্মের পর নতুন করে কাজে ফিরেছেন রণবীর সিংহ। মাঝখানে মুক্তি পেয়েছে ‘সিংহম আগেন’। এ বার আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ নিয়েও উৎসাহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। এ ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপালকে।