Bihar Assembly Election 2025

বিহারে বিধানসভা ভোটের আগে নীতীশ মন্ত্রিসভার সম্প্রসারণ, নতুনদের সকলেই বিজেপির!

চলতি বছরের নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে নীতীশ মন্ত্রিসভায় শুধু বিজেপি মন্ত্রীদের অন্তর্ভুক্তি ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১১
Bihar CM Nitish Kumar cabinet expansion today at 4 pm, 7 new ministers to be inducted from BJP

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। —ফাইল ছবি।

বিধানসভা ভোটের আগে মন্ত্রিসভার সম্প্রসারণ করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বুধবার বিকেলে আরও সাত জন মন্ত্রী শপথ নিতে চলেছেন বাংলার পড়শি রাজ্যে। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে সেই তালিকায় নীতীশের দল জেডিইউর কোনও মুখ নেই। সকলেই সহযোগী বিজেপির।

Advertisement

নীতীশের বর্তমান মন্ত্রিসভা ৩০ সদস্যের। এর মধ্যে বিজেপির ১৫, জেডিইউ-এর ১৩, হাম-এর এক এবং এক নির্দল সদস্য রয়েছেন। ছ’টি আসন এখনও শূন্য রয়েছে। বিজেপি সূত্রের খবর, বুধের বিকেলে মন্ত্রী হিসাবে তাঁদের দলের সাত বিধায়ক— সঞ্জয় সারোগি, সুনীল কুমার, জীবেশ কুমার, রাজুকুমার সিংহ, মতিলাল প্রসাদ, বিজয়কুমার মণ্ডল এবং কৃষ্ণকুমার মাহাতো শপথ নেবেন। আলোচনায় রয়েছে তারাকিশোর প্রসাদ, অবধেশ পটেল-সহ আরও কয়েক জন বিজেপি বিধায়কের নাম।

অন্য দিকে, বুধবার দুপুরেই নীতীশ মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির দিলীপ জয়সওয়াল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জানিয়েছেন, সাংগঠনিক কাজে মনোনিবেশের উদ্দেশ্যেই তাঁর এই সিদ্ধান্ত। চলতি বছরের নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এনডিএ আবার ক্ষমতায় এলে বিজেপি মুখ্যমন্ত্রিত্ব দাবি করবে বলে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। চাপ তৈরির কৌশল হিসাবেই পদ্মশিবিরের এই আগাম পরিকল্পনা বলে অনেকে মনে করছেন।

Advertisement
আরও পড়ুন