বিমান সফর করবেন বলে পোষ্য কুকুরকে নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন এক পরিবারের সদস্যেরা। কিন্তু বিমানবন্দরের ভিতর ঢুকেই খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ল কুকুরটি। হাওয়ায় একটি নীল বেলুন ভেসে উঠতে দেখে তার পিছনেই দৌড় লাগাল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি নীল বেলুন নিয়ে খেলা করতে ব্যস্ত হয়ে পড়েছে একটি কুকুর। বিমানবন্দরের ভিতরের দৃশ্য হলেও কোথাকার ঘটনা সে বিষয়ে কিছু জানা যায়নি। বিমানবন্দরে সেই পোষ্য কুকুরকে নিয়ে গিয়েছিল এক পরিবার। বিমানে ওঠার জন্য অপেক্ষা করেছিলেন তাঁরা।
হঠাৎ একটি নীল বেলুন ভেসে উঠতে দেখে তা নিয়ে খেলা করতে থাকে কুকুরটি। মাথা দিয়ে সেই বেলুনটি এ দিক-ও দিক ছুড়তে থাকে সে। কুকুরের খেলা দেখে তার দিকে ছুটে যায় আরও দুই শিশু। কিন্তু শিশুদের দেখেও তেমন পাত্তা দিল না কুকুরটি। বেলুন নিয়ে খেলায় মেতে থাকল সে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অধিকাংশ তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘এই ভিডিয়োটি দেখে আমার মন ভাল হয়ে গেল। মনখারাপ থাকলে এই ভিডিয়োটি ওষুধের কাজ করবে।’’