নতুন কারখানা সম্পূর্ণ হলে চারটি কারখানা মিলে বছরে ১৫ লক্ষ গাড়ি তৈরি করবে সংস্থা। —প্রতীকী চিত্র।
দেশে তাদের চতুর্থ কারখানা তৈরির করার কথা ঘোষণা করল মারুতি সুজ়ুকি। এটিও হবে হরিয়ানার খারখোদায়। সেখানে মারুতির এটি তিন নম্বর কারখানায়। লগ্নি ৭৪১০ কোটি টাকা। মারুতি জানিয়েছে, নতুন কারখানায় বার্ষিক ২.৫ লক্ষ গাড়ি তৈরি করা যাবে। বর্তমানে খারখোদায় তাদের দু’টি কারখানার মোট উৎপাদন ক্ষমতা ৫ লক্ষ ইউনিট। ইতিমধ্যেই নতুনটি গড়ার প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়েছে সংস্থার পরিচালন পর্ষদ।
চার বছরের মধ্যে এই কারখানায় পুরোদমে গাড়ি তৈরি শুরু হয়ে যাবে বলেই জানা গিয়েছে। বর্তমানে দেশের মোট গাড়ি বাজারের ৪০ শতাংশের বেশি মারুতির দখলে। আরও বাড়তে থাকা চাহিদা মেটাতে এই কারখানা তৈরির সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থা। সেখানে তৈরি গাড়ি রফতানি করা হবে। বর্তমানে গুজরাতের কারখানায় মারুতি বছরে ৭.৫ লক্ষ গাড়ি তৈরি করে। নতুন কারখানা সম্পূর্ণ হলে চারটি কারখানা মিলে বছরে ১৫ লক্ষ গাড়ি তৈরি করবে সংস্থা।
অন্য দিকে, বুধবার সংস্থার ভারতীয় বিভাগের ডিরেক্টর সুনীল কক্করকে মারুতির পর্ষদের সদস্য নিয়োগ করা হয়েছে। এই প্রথম সংস্থার পর্ষদে কোনও ভারতীয় কর্মী যোগ দেবেন। সংস্থার চেয়ারম্যান আর সি ভার্গব এবং প্রাক্তন এমডি জগদীশ খট্টর পরিচালন পর্ষদে সরকারের নমিনি হিসেবে রয়েছেন। তবে কোনও কর্মীর যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মন্তব্য করেছেন ভার্গব।