Chennai

মালয়েশিয়া থেকে চেন্নাইগামী বিমানে মিলল মহিলা যাত্রীর দেহ, মাঝ আকাশে মৃত্যু হৃদ্‌রোগে

চেন্নাই বিমানবন্দরে এসে পৌঁছয় মালয়েশিয়ার একটি বিমান। কিন্তু অবতরণের মুখে বিমানসেবিকা দেখতে পান, অচেতন অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা যাত্রী। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:০৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল বিমান। সেই বিমান চেন্নাই পৌঁছতেই বাধল বিপত্তি। অবতরণের ঠিক আগের মুহূর্তে হঠাৎ মিলল মহিলা যাত্রীর অচৈতন্য দেহ। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেছেন। এর পরেই চাঞ্চল্য ছড়িয়েছে বিমানে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার সকালে চেন্নাইমুখী একটি বিমানে ঘটনাটি ঘটেছে। সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় মালয়েশিয়ার একটি বিমান। কিন্তু অবতরণের সময় হঠাৎই বিমানসেবিকা দেখতে পান, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা যাত্রী। তড়িঘড়ি তাঁকে পরীক্ষা করতে ছুটে আসেন চিকিৎসকদের একটি দল। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, উড়ানের মাঝেই কোনও এক সময়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। তাঁর মৃতদেহ বিমানবন্দরের নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে মহিলার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার বয়স ৩৭ বছর। তিনি তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার বাসিন্দা। উল্লেখ্য, গত সপ্তাহেই ইন্ডিগোর দিল্লি থেকে মুম্বইগামী একটি বিমান মাঝ আকাশে থাকাকালীন হৃদ্‌রোগে আক্রান্ত হন এক যাত্রী। সে যাত্রায় অবশ্য একই বিমানে থাকা এক চিকিৎসক সহযাত্রীর হস্তক্ষেপে রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল।

Advertisement
আরও পড়ুন