Career

অক্টোবর মাসে কোন রাশি কর্মক্ষেত্রে কেমন ফল পাবে? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

কোন রাশির জাতকদের এ সময়ে কর্মক্ষেত্রে শুভফল মিলবে? কাদের ক্ষেত্রে অক্টোবর মাস ততটাও শুভ নয়?

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১১:১৩
কাজের জায়গায় ভাল সময় যাবে কি?

কাজের জায়গায় ভাল সময় যাবে কি? ছবি: প্রতীকী

চলতি মাসের গ্রহের অবস্থান। মেষ রাশিতে অবস্থান করছে রাহু। বৃষ রাশিতে মঙ্গলের অবস্থান। রবিবার, ১৬ অক্টোবর মঙ্গল রাশি পরিবর্তন করে পরবর্তী মিথুন রাশিতে গমন করবে। কন্যা রাশিতে একত্রে অবস্থান রবি, শুক্র এবং বুধের। রবি আগামী ১৭ অক্টোবর, শুক্র ১৮ অক্টোবর এবং বুধ ২৬ অক্টোবর রাশি পরিবর্তন করে পরবর্তী তুলা রাশিতে গমন করবে। তুলা রাশিতে অবস্থান কেতুর। মকর রাশিতে অবস্থান শনির এবং মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে।

Advertisement

মেষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। মেষ রাশির কর্মক্ষেত্রে শুভফল দান করবে। অধিক পরিশ্রম সাফল্য দান করবে।

বৃষ রাশির কর্মক্ষেত্র অধিপতি শনির নিজক্ষেত্রে অবস্থান কর্মক্ষেত্রে শুভফল দান করলেও মাথা গরম, হঠকারিতার থেকে সচেতনতা অবলম্বন জরুরি।

মিথুন রাশির কর্মক্ষেত্র অধিপতি বৃহস্পতির নিজক্ষেত্রে অবস্থান রবি, বুধ, শুক্র এবং শনির সহিত দৃষ্টি সম্পর্ক। মাসের প্রথম অর্ধ মধ্যম ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে।

কর্কট রাশির কর্মক্ষেত্রে অবস্থান রাহুর। কর্মক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। কর্ম সংক্রান্ত অশান্তি, হতাশা ইত্যাদি সমস্যার কারণ হতে পারে।

সিংহ রাশির কর্মক্ষেত্রে মাসের প্রথম অর্ধে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। মাসের দ্বিতীয় অর্ধ তুলনামূলক শুভ।

কন্যা রাশির কর্মক্ষেত্রে মাসের প্রথম অর্ধে শুভফল প্রাপ্তির সম্ভাবনা পরবর্তী অর্ধে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। দ্বিতীয় অর্ধে কর্মক্ষেত্রে অশান্তি , মাথা গরম থেকে সাবধান।

তুলা রাশির কর্মক্ষেত্রের সহিত শনি এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক কর্মক্ষেত্রে শুভ প্রাপ্তির সম্ভাবনা।

বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক রাহুর। মাসের প্রথম অর্ধ তুলনামূলক শুভ। দ্বিতীয় অর্ধে শুভফল প্রাপ্তির সম্ভাবনা নেই বললেই চলে।

ধনু রাশির কর্মক্ষেত্রে অবস্থান কর্মক্ষেত্র পতির। দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির সহিত। কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের দ্বিতীয় অর্ধে রবির রাশি পরিবর্তনের পর অধিক শুভ।

মকর রাশির মাসের প্রথম অর্ধে মধ্যম ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে তুলনামূলক শুভ।

কুম্ভ রাশির কর্ম ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি এবং মঙ্গলের। কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

মীন রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান কর্মক্ষেত্রে শুভফল দান করবে।

Advertisement
আরও পড়ুন