অন্যের কোন জিনিস ব্যবহার করতে নেই? প্রতীকী ছবি।
আমাদের মধ্যে অনেকেরই অন্যের জিনিস চেয়ে ব্যবহার করা অভ্যাস থাকে। আবার অনেকে শখেও অন্যের জিনিস ব্যবহার করে থাকেন। কিন্তু অনেকেই জানি না যে, এই অভ্যাস আমাদের জীবনে কতটা বিপত্তি ডেকে আনতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে, এমন কয়েকটি জিনিস রয়েছে, যা কখনওই অন্যের থেকে চেয়ে ব্যবহার করতে নেই।
দেখে নেব সেই জিনিসগুলি কী কী—
আংটি
অন্যের আংটি কখনও চেয়ে পরা একেবারেই উচিত নয়, কারণ আমরা যেখানে আংটি পরি সেখানকার সঙ্গে আমাদের ভাগ্য, জীবন এবং স্বাস্থ্য জড়িয়ে থাকে। তাই অন্যের রত্ন দিয়ে তৈরি আংটি হোক বা সাধারণ আংটি, কখনও অন্যেরটি পরতে নেই।
ঘড়ি
অন্যের ঘড়ি কখনও ব্যবহার করতে নেই, কারণ মনে করা হয় যাঁর ঘড়ি চেয়ে ব্যবহার করা হয়, তাঁর খারাপ সময় সঞ্চারিত করা হয়। এবং এর ফলে জীবনে নেমে আসে নানা সমস্যা।
জুতো
অন্যের জুতো ব্যবহার করা অত্যন্ত খারাপ, কারণ শরীরের বেশি প্রভাব আমাদের পায়ের উপর পরে। তাই যদি অন্যের জুতো ব্যবহার করা হয়, সেই প্রভাবও নিতে হয়। এ ছাড়া, অন্যের জুতো ব্যবহার করলে জীবনে দারিদ্র্য নেমে আসে।
কাপড়
অন্যের কাপড় ব্যবহার করলেও নানা দুর্ভাগ্য নেমে আসতে পারে। এ ছাড়া, অন্যের কাপড় ব্যবহার করলে তাঁর নেতিবাচক প্রভাব আপনার মধ্যে নেমে আসতে পারে।
চিরুনি
অন্যের চিরুনি ব্যবহার করা মানে নিজের অজান্তেই আপনি ভাগ্যের বিপত্তি ডেকে আনছেন।
পেন বা পেনসিল
অন্যের পেন বা পেনসিল ব্যবহার করা একেবারেই উচিত নয়। এতে নিজের কেরিয়ারের উপর প্রভাব পড়তে পারে।
উপহার
কারও দেওয়া উপহার অন্য কাউকে দিয়ে দিতে নেই। নিজের উপহার সব সময়ে নিজেকেই ব্যবহার করতে হয়।