Lottery Horoscope Prediction

জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে কোন কোন রাশির ব্যক্তির ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে?

লটারি কেটে যদি পুরস্কার না পাওয়া যায় তা হলে বেকার টাকা নষ্ট হবে এটা ভেবেই অনেকে লটারি কাটেন না। কিন্তু আপনার ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা জেনে গেলেই আর এত চিন্তা করতে হবে না।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০৭:০৭
Zodiac signs to win lottery in the third week of January 2025 from 12th to 18th

—প্রতীকী ছবি।

লটারির টিকিট কাটতে অনেকেই দ্বিধা বোধ করেন। লাভের বদলে যদি লোকসান হয়ে যায় সেই চিন্তা মাথায় আসে। লটারি কেটে যদি পুরস্কার না পাওয়া যায় তা হলে বেকার টাকা নষ্ট হবে এটা ভেবেই অনেকে লটারি কাটেন না। কিন্তু আপনার ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা জেনে গেলেই আর এত চিন্তা করতে হবে না। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারবে জ্যোতিষী। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি কোন কোন রাশির লটারি প্রাপ্তি যোগ রয়েছে জেনে নিন।

Advertisement

মেষ- এই সপ্তাহে মেষ রাশির ভাগ্যে খুব ভাল অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। লটারি কেটে দেখতে পারেন।

বৃষ- বৃষ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারি কাটতে যাবেন না, বিশেষ লাভের সম্ভাবনা নেই।

মিথুন- এই পুরো সপ্তাহ জুড়েই মিথুন রাশির লোকেদের মোটামুটি লটারি প্রাপ্তির যোগ রয়েছে। ইচ্ছা হলে এক বার লটারি কেটে দেখতে পারেন।

কর্কট– কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা খুব ভাল থাকবে। লটারি কাটার হলে এই সময়েই কেটে নিন। মধ্য ভাগের পরে খুব একটা ভাল অর্থপ্রাপ্তি হবে না।

সিংহ– এই সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকারা কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। খুব বেশি অঙ্কের লটারি কাটবেন না। লাভের বদলে লোকসান হয়ে যেতে পারে।

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। সপ্তাহের যে কোনও সময়ে লটারির টিকিট কাটতে পারেন।

তুলা- এই সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্য মধ্যম প্রকৃতির থাকবে। লটারি কাটার ক্ষেত্রে ভেবেচিন্তে এগোবেন।

বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষের দিকে এক বার চেষ্টা করে দেখতে পারেন। পুরস্কার পেলেও পেতে পারেন।

ধনু- ধনু রাশির জন্য এই সপ্তাহে সামান্য অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভাগ্য পরখ করে দেখতে চাইলে লটারি কাটতে পারেন।

মকর- মকর রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে লটারি কেটে দেখতে পারেন। সপ্তাহের শেষে একেবারেই লটারির দিকে যাবেন না, লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে।

কুম্ভ– জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থের দিক দিয়ে খুব একটা ভাল নয়। লটারির টিকিট কাটা উচিত হবে না।

মীন- মীন রাশির জাতক-জাতিকারা খুব বেশি অঙ্কের লটারি এই সপ্তাহে কাটবেন না। বিশেষ অর্থপ্রাপ্তির যোগ নেই।

Advertisement
আরও পড়ুন