Hair Problems in Astrology

কম বয়সে চুল পেকে যাচ্ছে? এর সঙ্গে আপনার কোষ্ঠীর সম্পর্ক কী?

বহু চেষ্টা এবং পরিচর্যা করার পরেও অনেকেই চুলের সমস্যা থেকে রেহাই পাচ্ছেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোষ্ঠী বিচারের মাধ্যমে বলে দেওয়া যায় কোন কোন রাশির জাতকদের চুল নিয়ে খুব বেশি সমস্যা হয়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ০৭:৪৭
The Connection Between Hair problems and your Zodiac Signs

—প্রতীকী ছবি।

পুরুষ হোক বা নারী, সকলেই মাথা ভর্তি চুল পেতে চান। বর্তমানে অনেকেই অকালে চুল পড়ে যাওয়া বা অকালপক্বতার সমস্যায় ভুগছেন। অনেকেই বহু চেষ্টা এবং পরিচর্যা করার পরও কিছুতেই চুলের সমস্যা থেকে রেহাই পাচ্ছেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোষ্ঠী বিচারের মাধ্যমে বলে দেওয়া যায় কোন কোন রাশির জাতকদের চুল নিয়ে খুব সমস্যা হয়।

Advertisement

দেখে নেব কোন কোন রাশির জাতক-জাতিকা চুলের সমস্যায় বেশি ভোগেন:

গ্রহের অবস্থানের সঙ্গে চুলের সম্পর্ক:

মঙ্গল গ্রহ আমাদের চুলের অবস্থা নিয়ন্ত্রণ করে। জন্মছকে মঙ্গলের অবস্থান যদি খারাপ হয়, তবে চুল পড়তে দেখা যায়। যাঁদের জন্মছকে মঙ্গলের অবস্থান ভাল, তাঁদের চুল এবং জীবনের সব সামস্যার দ্রুত সমাধান হয়ে যায়।

কোন কোন রাশির সবথেকে বেশি চুল পড়ে:

জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটি রাশির ব্যক্তির কম বয়স থেকেই চুল পড়তে দেখা যায়। তুলা এবং মেষ রাশির জাতক-জাতিকাদের খুব অল্প বয়স থেকেই চুল পড়তে শুরু করে। এ ছাড়া ধনু, সিংহ, কুম্ভ ও মকর রাশির লোকেদেরও চুল পড়ার প্রবণতা দেখা যায়।

অকালপক্বতা:

জন্মছকে চন্দ্রের সমস্যা থাকলে খুব কম বয়সে চুল সাদা হয়ে যায়। এ ছাড়া জন্মছকে যদি শনি ও রাহু সমান্তরাল ভাবে অবস্থান করে, তা হলেও চুল সাদা হতে দেখা যায়।

অতিরিক্ত খুশকি হওয়া:

জন্মছকে রাহু এবং চন্দ্রের মিলিত সমাগমে খুশকি হয়।

Advertisement
আরও পড়ুন