—প্রতীকী ছবি।
২০২৫ হল মঙ্গলের বছর। মঙ্গলের বছর মানেই হনুমানজির বছর। আমরা সকলেই চাই নতুন বছর আমাদের ভাল কাটুক। কিন্তু শুধু চাইলেই হবে না, বছরটিকে ভাল ভাবে কাটানোর জন্য আমাদের কিছু জিনিস মেনেও চলতে হবে। এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আপনাদের সাহায্য করবে। মঙ্গলের বছরে হনুমানজিকে তুষ্ট করার জন্য একটু সহজ টোটকা মেনে চলুন। তা হলেই হনুমানজির আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে থাকবে।
দেখে নেব টোটকা:
এই বছরের যে কোনও মঙ্গলবার থেকে কাজটি শুরু করতে পারেন। একটা মাটির ছোট ঘটি নিন। সেটির মধ্যে মধু ঢালুন। ঘটির মুখ অবধি মধু দিয়ে ভর্তি করতে হবে। এ বার একটা লাল কাপড় দিয়ে ঘটিটার মুখ বন্ধ করে দিন। তার পর হনুমানজির মন্দিরে গিয়ে ঘটিটা রেখে দিন এবং চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালুন। প্রদীপটা মাটির হতে হবে। এরই সঙ্গে হনুমান চালিশাও পাঠ করুন। মাটির ঘটিটা হনুমান মন্দিরেই রেখে আসুন। এই কাজটি পর পর ২১টা মঙ্গলবার করুন। যেই মঙ্গলবার থেকে কাজটি শুরু করবেন তার পর নিয়ম করে ২১টা মঙ্গলবার এই কাজটি করতে হবে। এক দিনও বাদ গেলে ফল পাবেন না।
এই কাজের ফলাফল:
১) এই কাজ করলে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে।
২) চাকরি ও ব্যবসা নিয়ে সমস্যা থাকলে কেটে যাবে।
৩) যদি বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছা থাকে, সেটাও পূরণ হতে পারে।
৪) পারিবারিক শান্তি বজায় থাকবে।
৫) দীর্ঘ দিন ধরে চলে আসা ঋণের দায় থেকে মুক্তি পাবেন।