—প্রতীকী ছবি।
লটারি জেতা না জেতা ভাগ্যের ব্যাপার। ভাগ্য সঙ্গ দিলে অনেকেই লটারি থেকে ভাল পুরস্কার পান। কিন্তু ভাগ্য সহায় না হলে লটারি কেটে লাভ করা মুশকিল আছে। এই প্রতিবেদন থেকে জেনে নিন এপ্রিল মাসে কারা লটারি কাটবেন, কারা লটারি কাটবেন না।
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের অর্থের দিকটা যে খুব শুভ তা নয়, তবে মাসের মধ্যভাগে সামান্য কিছু অর্থের জোগান হতে পারে। লটারি কাটার ক্ষেত্রে একটু ভাবনাচিন্তা করে এগোন।
বৃষ– এপ্রিল মাসে বৃষ রাশির জাতক-জাতিকারা অল্প মূল্যের লটারির টিকিট কেটে নিজের ভাগ্য যাচাই করতে পারেন। এই মাসের শেষের দিকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু খুব বেশি অঙ্কের লটারি কাটা ঠিক হবে না।
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটা অর্থের দিক দিয়ে ভাল যাবে। ফাটকা আয় হলেও হতে পারে। এই মাসের প্রথমের দিকটা লটারি কাটার জন্য অধিক শুভ।
কর্কট– এপ্রিল মাসে কর্কট রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্য শুভাশুভ মিশিয়ে। এই মাসের মধ্যভাগে এক বার লটারির টিকিট কেটে দেখতে পারেন।
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা অর্থের দিক দিয়ে বেশ ভালই থাকবে। খুব একটা সঞ্চয় হবে না, তবে গোটা মাস জুড়ে খুব ভাল অর্থপ্রাপ্তি হবে। মন চাইলে লটারি কেটে দেখতে পারেন।
কন্যা– এই মাসে কন্যা রাশির জাতক-জাতিকাদের অর্থ নিয়ে চিন্তা থাকলে তা মিটে যেতে পারে। হঠাৎ কোনও জায়গা থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি লটারি কাটার ইচ্ছা থাকে, তা হলে এই সময় কাটতে পারেন।
তুলা– তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটা অর্থের দিক দিয়ে খুব একটা শুভ। অর্থ উপার্জন হলেও, তা খুব তাড়াতাড়ি খরচ হয়ে যাবে। খুব বুদ্ধি করে সঞ্চয় করার চেষ্টা করুন।
বৃশ্চিক– এই মাসটা অর্থের দিক দিয়ে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ফলপ্রদ হবে। যে কোনও জায়গাতে টাকা লাগালে সেখান থেকে আপনার লাভ হতে পারে।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তবেই লটারির দিকে এগোবেন, লাভ হতেও পারে আবার না-ও হতে পারে। যদিও বা লটারির টিকিট কাটার ইচ্ছা থাকে তা হলে মাসের শেষভাগে কাটতে পারেন।
মকর– এপ্রিল মাসটা মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। খুব বেশি না হলেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এই মাসের প্রথম ভাগে লটারির টিকিট কাটতে পারেন।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা টাকাপয়সা খরচের ক্ষেত্রে নিজেকে সংযত রাখুন। খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটা উচিত হবে না। কম অঙ্কের লটারি কেটে নিজের ভাগ্য যাচাই করে দেখুন।
মীন– মীন রাশির অর্থের শুভ যোগ দেখা যাচ্ছে। এই মাসের মধ্যভাগে এক বার লটারি কেটে দেখতে পারেন। তবে এই গোটা মাসটাই অর্থের দিকে শুভ যোগ থাকবে।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)