Saturn in Pisces on March 29

শনির রাশি পরিবর্তনের ফলে শুধু মন্দই হবে না, কয়েকটি রাশি ভাল ফলও পেতে পারে! জেনে নিন কারা

জ্যোতিষশাস্ত্র মতে শনি হল কর্মফলদাতা গ্রহ। শনি কর্মের কারক হওয়ার কারণে সমস্ত প্রকার কর্মের উপর এর প্রভাব থাকে এবং সব রকম কর্মের ফলও দান করে শনি।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ০৭:২৯
saturn

—প্রতীকী ছবি।

প্রাকৃতিক নিয়মের কারণেই মহাকাশে বিভিন্ন ধরনের পরিবর্তন অনবরত চলছে। এর প্রভাব পৃথিবীর উপরেও পড়ে। এই কারণেই পৃথিবীতেও অবিরত কোনও না কোনও পরিবর্তন ঘটে চলেছে। কোনও পরিবর্তন কম প্রভাব ফেললেও, কোনও কোনও পরিবর্তন বিশেষ প্রভাব ফেলে। তেমনই এক পরিবর্তন ঘটতে চলেছে আগামী ২৯ মার্চ। শনি রাশি পরিবর্তন করতে চলেছে। শনির রাশি পরিবর্তনে কিছু মানুষ অশুভ ফল পাবেন নিশ্চিত, কিন্তু কিছু মানুষ খুবই সুফল পাবেন এবং চাকরি বা ব্যবসায় প্রভুত উন্নতি সাধন করবেন।

Advertisement

জ্যোতিষশাস্ত্র মতে সাধারণ নয়টি গ্রহের মধ্যে শনি হল সর্বাধিক ধীর গতিসম্পন্ন গ্রহ। এর ফলে শনি এক রাশিতে অন্য গ্রহদের তুলনায় বেশি সময় ধরে অবস্থান করে এবং শুভ বা অশুভ, উভয় ফলই বেশি দান করে।

জ্যোতিষশাস্ত্র মতে শনি হল কর্মফলদাতা গ্রহ। শনি কর্মের কারক হওয়ার কারণে সমস্ত প্রকার কর্মের উপর এর প্রভাব থাকে এবং সব রকম কর্মের ফলও দান করে শনি।

আগামী ২৯ মার্চ ২০২৫, ভারতীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করে ২২ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। ২৩ ফেব্রুয়ারি ২০২৮, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে শনি রাশি পরিবর্তন করে পরবর্তী মেষ রাশিতে গমন করবে।

কমবেশি আড়াই বছর শনি মহারাজ এক রাশিতে অবস্থান করে এবং বিভিন্ন শুভ ফল, এমনকি কর্ম প্রদানও করে।

নাড়ী-জ্যোতিষ মতে বৃহস্পতি জাতক এবং শনি কর্ম কারক, এই রকম সময়কালে জন্মছকে যাদের বৃহস্পতি ও শনির সম্পর্ক তৈরি হবে তারাই ভাল কর্মফল পাবেন বা কর্মক্ষেত্রে বিভিন্ন ভাবে সফলতা এবং উন্নতি পাবেন।

জন্মছকে যে সকল ব্যক্তির মীন, কর্কট এবং বৃশ্চিক রাশিতে জন্মকালীন বৃহস্পতির অবস্থান রয়েছে, তাঁরাই নতুন কোনও কর্মের সাথে যুক্ত হবেন। যাঁরা চাকরি বা ব্যবসা করছেন, তাঁরা কর্মক্ষেত্রে কোনও না কোনও ভাবে উন্নতি এবং সফলতা পাবেন। কে কতটা সফলতা পাবেন তা জন্মকালীন অন্যান্য গ্রহের অবস্থানের উপর নির্ভর করবে।

Advertisement
আরও পড়ুন