— ফাইল চিত্র।
পুজোপার্বণে ব্যাহত হয় কলকাতার চক্ররেল পরিষেবা। দুর্গাপুজোর বিসর্জন কিংবা মহালয়ার তর্পণ, বছরের প্রায় ৩০ দিন চক্ররেল পরিষেবা আংশিক বা সম্পূর্ণ ভাবে বন্ধ থাকে। এমনই অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। মামলাকারীর আর্জি, যাত্রীদের স্বার্থে চক্ররেল পরিষেবা যাতে ব্যাহত না-হয়, তা দেখুক আদালত। আগামী বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা।
দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত ৩৫ কিলোমিটার পথে চলে চক্ররেল। গোটা পথে রয়েছে মোট ২০টি স্টেশন। প্রতি দিন প্রায় ৬৫ হাজার যাত্রী যাতায়াতের জন্য চক্ররেলের উপর নির্ভরশীল। এ হেন চক্ররেলের পরিষেবা বছরের প্রায় ৩০ দিন ব্যাহত হয় বলে অভিযোগ। ফলে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। সমস্যার সমাধান চেয়ে জনস্বার্থ মামলাটি দায়ের করেন কৃষ্ণ দাস নামের এক ব্যক্তি।
দুর্গাপুজো, কালীপুজো, সরস্বতীপুজোর বিসর্জন, ছটপুজো কিংবা মহালয়ার তর্পণের কারণে বছরের বিভিন্ন সময় বাবুঘাট, বাগবাজার ঘাটে ভিড় হয়। চক্ররেলের লাইন পেরিয়ে যায় গাড়িও। ফলে গঙ্গা তীরবর্তী যে অংশ দিয়ে চক্ররেল যায়, দুর্ঘটনা এড়াতে সেখানে ওই বিশেষ দিনগুলিতে পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। উচ্চ আদালতে জনস্বার্থ মামলাকারীর আর্জি, বিকল্প কোনও ব্যবস্থা করা হোক, না হলে বছরের প্রতিটা দিন চক্ররেল পরিষেবা স্বাভাবিক রাখতে উপযুক্ত পদক্ষেপ করা হোক।