Tips to follow during Shani Gochar 2025

সূর্যগ্রহণের দিন রাশি পাল্টাচ্ছে শনি, ৩ রাশির জীবনে ঘনাবে সঙ্কট! ভাল থাকতে মেনে চলুন ১২ টোটকা

এর ফলে মেষ, কুম্ভ এবং মীন রাশিতে সারেসাতির প্রভাব পড়বে। মকর রাশির জাতক-জাতিকারা সারেসাতি থেকে মুক্তি পাবে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১০:৫২
saturn

—প্রতীকী ছবি।

২৯ মার্চ ২০২৫, শনিবার শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। এর ফলে মেষ, কুম্ভ এবং মীন রাশিতে সারেসাতির প্রভাব পড়বে। মকর রাশির জাতক-জাতিকারা সারেসাতি থেকে মুক্তি পাবে। তাই জ্যোতিষশাস্ত্র মতে এই তিন রাশির মানুষকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এবং কয়েকটি উপায় নিষ্ঠা সহকারে পালন করতে হবে।

Advertisement

উপায়:

১) শনিদেবের মন্দিরে তামার পাত্রে তিলের তেল দান করুন।

২) গরিব-দুঃখীদের আপনার সাধ্যমতো পোশাক দান করুন।

৩) যে কোনও মানুষকে আপনার সাধ্যমতো লোহার জিনিস, কালো পোশাক, কাঁচা ছোলা, কম্বল, কলা, সর্ষের তেল এবং অর্থ দান করুন।

৪) রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলুন, গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।

৫) বেশি রাত করে বাড়ির বাইরে একা থাকবেন না। রাত করে বাড়ির বাইরে থাকা যতটা সম্ভব এড়িয়ে চলুন।

৬) শনিদেব সকলের ধীরতার পরীক্ষা নেন, তাই যে কোনও কাজ খুব সংযত হয়ে করতে হবে।

৭) আইনি কাজ থেকে দূরে থাকুন এবং নেশা জাতীয় দ্রব্য বর্জন করুন।

৮) নিজের কর্মক্ষেত্রে খুব বুদ্ধি করে চলুন, ঝামেলা এড়িয়ে চলাই ভাল হবে।

৯) মহাদেবের পুজো করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন।

১০) হনুমানচালিশা পাঠ করুন।

১১) শনিবার শনিদেবের মন্দিরে পুজো দিয়ে হাতে লোহার আংটি ধারণ করুন।

১২) কাক এবং কুকুরকে খাওয়ান এবং এদের কোনও ভাবে আঘাত করা যাবে না।

Advertisement
আরও পড়ুন