Lottery Horoscope Prediction

ডিসেম্বরের প্রথম সপ্তাহে চার রাশির ব্যক্তিদের ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে, রাশি মিলিয়ে দেখে নিন

জেনে নিন কোন কোন রাশির মানুষ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ ০১ ডিসেম্বর থেকে ০৭ ডিসেম্বরের মধ্যে লটারি পেতে পারেন।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ০৭:০৬
Zodiac signs most likely to win lottery in the first week of December 2024

—প্রতীকী ছবি।

লটারির টিকিট কেটে পুরস্কার পাওয়া গেলে সকলেই খুব আনন্দিত বোধ করেন। মূলত কম সময়ে এবং বিনা পরিশ্রমে টাকা উপার্জন করার উদ্দেশ্যেই আমরা লটারির টিকিট কেটে থাকি। জ্যোতিষশাস্ত্রের সাহায্যে মাসের কোন সপ্তাহে কোন রাশির লটারি ভাগ্য ভাল থাকবে সেই বিষয়ে একটা ধারণা দেওয়া যেতে পারে। জেনে নিন কোন কোন রাশির মানুষ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ ০১ ডিসেম্বর থেকে ০৭ ডিসেম্বরের মধ্যে লটারি পেতে পারেন।

Advertisement

মেষ– এই সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে লটারি প্রাপ্তির বিশেষ যোগ দেখা যাচ্ছে না। খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটবেন না, কাটার ইচ্ছা হলে কম অঙ্কের কেটে দেখতে পারেন।

বৃষ– বৃষ রাশির ব্যক্তিরা সপ্তাহের প্রথম দিকে লটারি কাটলেও, মধ্য এবং শেষ ভাগে লটারি কাটবেন না।

মিথুন– এই সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ ভালই দেখা যাচ্ছে। লটারির টিকিট কেটে দেখতে পারেন।

কর্কট– কর্কট রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা ভাল-খারাপ মিশিয়ে চলবে। ভেবেচিন্তে লটারির দিকে এগোবেন।

সিংহ– এই সপ্তাহের মধ্যবাগে সিংহ রাশির জাতক-জাতিকারা একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন।

কন্যা– কন্যা রাশির ব্যক্তিরা এই গোটা সপ্তাহ জুড়েই লটারির টিকিট কাটতে পারেন। প্রাপ্তিযোগ খুব একটা খারাপ নেই।

তুলা– এই সপ্তাহের শেষ ভাগে তুলা রাশির জাতকেরা একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারির টিকিট না কাটাই ভাল হবে।

ধনু– অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই সপ্তাহের শেষ ভাগ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য খুব ভাল।

মকর– মকর রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কেটে দেখতে পারেন।

কুম্ভ– এই সপ্তাহের শেষের দিকে কুম্ভ রাশির লোকেরা লটারির টিকিট কেটে দেখতে পারেন।

মীন– মীন রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে কম অঙ্কের লটারি কাটবেন। বিশেষ প্রাপ্তিযোগ নেই।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আরও পড়ুন
Advertisement