—প্রতীকী ছবি।
জীবনে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। কিছু সমস্যা খুব সহজেই কাটিয়ে উঠলেও, কিছু সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজে পেতে আমাদের নানা হয়রানির মধ্যে পড়তে হয়। অনেক সময় আবার একের পর এক সমস্যা আসতেই থাকে । এই রকম কঠিন মুহূর্তে জ্যোতিষশাস্ত্র আমাদের অনেক সাহায্য করতে পারে। কারণ জ্যোতিষশাস্ত্রে এই ধরনের সমস্যার খুব ভাল সমাধান থাকে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে থাকা কিছু সামগ্রী দিয়েই আমরা সহজে নানা বাস্তুদোষ কাটিয়ে উঠতে পারি। সেই রকম ভাবেই অর্থকষ্ট কাটাতেও এই টোটকা বিশেষ কার্যকরী।
জেনে নিন টোটকাটি কী:
একটা মাটির কলসি নিতে হবে। কলসিটায় জল ভরে নিয়ে তার ভিতর কিছুটা সাদা সর্ষে এবং একটা কয়েন দিন। কলসির মুখটা ঢাকনা দিনে বন্ধ করে দিন। সেই ঢাকনার উপর কিছুটা চাল রেখে দিতে হবে। তার পর ঘরের ঈশান কোণে কলসিটা রেখে দিন। একটা বিষয় খেয়াল রাখবেন, কলসির জল যেন না শুকিয়ে যায়।
যে বাড়ির ঈশান কোণে ঠাকুর ঘর রয়েছে সেখানেও কলসিটা রাখা যেতে পারে। যে বাড়িতে ঈশান কোণে ঠাকুরঘর নেই, তাঁরাও ঈশান কোণেই কলসিটা রাখতে পারেন।
এর ফলাফল কী?
এই টোটকার ফলে সহজে বাস্তুদোষ সৃষ্টি হবে না। এ ছাড়া পারিবারিক সুখশান্তি বজায় থাকবে এবং আর্থিক দিকেও সচ্ছলতা থাকবে।