Numerological Prediction

সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন ধরনের ব্যক্তিরা বাস্তববাদী এবং কায়িক পরিশ্রমে সফল হন?

জ্যোতিষশাস্ত্রে জন্মসময়ে গ্রহের অবস্থান অনুযায়ী ভবিষ্যদ্বাণী করা হয়। সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্মতারিখ, অর্থাৎ জন্মদিন, মাস এবং বছর দেখে নির্দিষ্ট ব্যক্তি সম্বন্ধে অনেক গোপন তথ্য বলে দেওয়া যায়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ০৮:০৩
Which people are realist and get success in physical work

—প্রতীকী ছবি।

জীবনধারণের জন্য আমরা প্রত্যেকেই কোনও না কোনও কাজের সঙ্গে যুক্ত থাকি। আপাতদৃষ্টিতে কাজ বিভিন্ন প্রকার হলেও কাজকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কোনও কোনও কাজে কায়িক পরিশ্রমের তুলনায় বুদ্ধির বেশি প্রয়োজন হয়। কোনও কাজে আবার পরিকল্পনা বা মাথা খাটানোর প্রয়োজনের তুলনায় কায়িক পরিশ্রমের বেশি দরকার হয়। যদিও যে কোনও কাজ করতেই মন এবং শরীর, উভয়েরই প্রয়োজন পড়ে। যে কোনও মানুষ নির্দিষ্ট একটি বিষয়ে বিশেষ পারদর্শী হন।

Advertisement

কোন ব্যক্তি কোন ধরনের কাজে সফলতা পাবেন তা বিভিন্ন শাস্ত্রের সাহায্যে বিশ্লেষণ করা সম্ভব। তবে জ্যোতিষশাস্ত্রের অঙ্গ সংখ্যাতত্ত্বের সাহায্যে এটি আরও সহজে বলে দেওয়া যায়। সংখ্যাতত্ত্বের সাহায্যে উক্ত মানুষ বাস্তববাদী কি না সেটিও বলে দেওয়া যায়।

জন্মতারিখ এবং জন্মসময় কারও পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। জ্যোতিষশাস্ত্রে জন্মসময়ে গ্রহের অবস্থান অনুযায়ী ভবিষ্যদ্বাণী করা হয়। সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্মতারিখ, অর্থাৎ জন্মদিন, মাস এবং বছর দেখে নির্দিষ্ট ব্যক্তি সম্বন্ধে অনেক গোপন তথ্য বলে দেওয়া যায়।

নির্দিষ্ট মানুষের জন্মতারিখে (দিন, মাস এবং বছর) ৮ সংখ্যা, ৬ সংখ্যা, এবং ১ সংখ্যা উপস্থিত থাকলে সংখ্যাতত্ত্ব মতে নির্দিষ্ট ব্যক্তি বাস্তববাদী এবং কায়িক পরিশ্রমের কাজে সফল হন। এই ধরনের ব্যক্তি কর্মক্ষেত্রে দক্ষতার ছাপও রাখেন। এই ক্ষেত্রে জন্মতারিখ অর্থাৎ দিন, মাস এবং বছরের যোগফলকে এক অঙ্কে পরিবর্তন করে এবং নাম (পদবি-সহ ) এক অঙ্কে পরিবর্তন করে ওই সংখ্যাও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন
Advertisement