হাওড়ার কদমতলার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা নিয়ে আন্দোলনের সময়ে তিনি দ্রোহের পথ বেছেছিলেন। রাস্তায় নেমেছিলেন স্কুলের ছাত্রীদের সঙ্গে নিয়ে। এ বার তিনি বাংলাদেশে চলা অশান্তির প্রতিবাদে নাগরিক সমাজকে ডাক দিয়েছেন পথে নামতে। হাওড়ার কদমতলার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি এ বার সরব হয়েছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আগামী কাল, ১ ডিসেম্বর বিকেল ৪টেয় রবীন্দ্র সদনে প্রতিবাদে শামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘ধর্মের নামে এই হিংসা মেনে নেওয়া যায় না।’’
আর জি করের ঘটনার পরে মোনালিসা স্কুলের ছাত্রীদের নিয়ে প্রতিবাদ মিছিল করেছিলেন। তার পরেই রাজ্য সরকার স্কুলগুলিতে এই ধরনের মিছিল না করার নির্দেশিকা জারি করেছিল। শুক্রবার মোনালিসা বলেন, ‘‘বাংলাদেশ নিয়ে প্রতিবাদ নাগরিক সমাজের প্রতিবাদ। তাতে পড়ুয়ারা শামিল হতেই পারে। নাগরিক সমাজ রাজপথে নেমে বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দিক।’’ তাঁর বক্তব্য, ‘‘গত কয়েক মাস ধরে দেখছি, প্রতিবেশী দেশে কী চলছে। আমরা এত দিন চুপ করে ছিলাম। কিন্তু আজ যখন দেখছি, একটি স্বাধীন দেশে সাধারণ মানুষের উপরে অকারণে অত্যাচার চলছে, তখন আর চুপ করে থাকা যায় না।’’
২০২১ সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের একটি বালিকা বিদ্যালয় থেকে হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনে প্রধান শিক্ষিকা হয়ে আসেন মোনালিসা। এই চার বছরে ছাত্রীদের কাছে তিনি যেন প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন। মোনালিসা বলছেন, ‘‘প্রতিটি স্বাধীন দেশের শাসকের দায়িত্ব, নাগরিকদের সমান ভাবে সুরক্ষা দেওয়া। বাংলাদেশ সরকার তাতে ব্যর্থ হয়েছে।’’