Astro Tips

শনির কুপ্রভাব কাটাতে কী কী খাওয়া ছাড়তে হবে? জানাচ্ছে জ্যোতিষ

গ্রহের অবস্থান কিছু বিষয় নির্দেশ করে এবং গ্রহের অবস্থান অনুযায়ী কিছু কর্ম করা উচিত কিছু কর্ম অনুচিত। এই বিষয় মেনে চললে গ্রহের অশুভ প্রভাব কমে বা শুভত্ব বৃদ্ধি পায়।

Advertisement
সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৮:৩৫
Image of Shoni Thakur.

শনির কুপ্রভাব কাটাবেন কী করে? ছবি: সংগৃহীত।

জন্ম পত্রিকায় গ্রহ দুর্বল বা অশুভ স্থানে অবস্থান করলে গ্রহের বিভিন্ন ধরনের প্রতিকার করে থাকি। কখনও গ্রহের রত্ন, উপরত্ন, গ্রহ মূল বা ধাতু ধারণ, গ্রহের পূজা বা জপ, গ্রহের দান ইত্যাদি। প্রতিকার হিসাবে যাই করা হোক, প্রতিকারের সহিত জীবন ধারার পরিবর্তন এবং কিছু সামান্য বিষয় না মানলে প্রতিকার ঠিক ঠিক ফল দান করে না বা সামান্য ফল দান করে যা আমরা উপলব্ধি করতেও পারি না। জন্ম সময় অনুযায়ী এক এক গ্রহ লগ্ন বা রাশির সাপেক্ষে এক এক স্থানে অবস্থান করে। গ্রহের অবস্থান কিছু বিষয় নির্দেশ করে এবং গ্রহের অবস্থান অনুযায়ী কিছু কর্ম করা উচিত কিছু কর্ম অনুচিত। এই বিষয় মেনে চললে গ্রহের অশুভ প্রভাব কমে বা শুভত্ব বৃদ্ধি পায়। শনি দুর্বল বা অশুভ অবস্থায় জন্ম পত্রিকায় কোথায় অবস্থান করলে কি করা উচিত বা কি অনুচিত?

Advertisement

১। লগ্নে বা রাশিতে শনি অবস্থান করলে অন্যের সম্পত্তি অবৈধ ভাবে গ্রহণ করবেন না। মাছ, মাংস, সুরা পান এড়িয়ে চলুন।

২। লগ্ন বা রাশির দ্বিতীয়ে শনি অবস্থান করলে কপালে তেল মালিশ করবেন না।

৩। লগ্ন বা রাশির তৃতীয়ে শনি অবস্থান করলে চোখের রোগে যাঁরা ভুগছেন, তাঁদের সাহায্য করুন, চোখের ওষুধ দান করুন।

৪। লগ্ন বা রাশির চতুর্থে শনি অবস্থান করলে সূর্য অস্তের পরে দুধ পান করবেন না। কালো পোশাক এড়িয়ে চলুন।

৫। লগ্ন বা রাশির পঞ্চমে শনি অবস্থান করলে মিষ্টান্ন বিতরন করবেন না, অনুপয়ে সামান্য লবন ব্যবহার করুন।

৬। লগ্ন বা রাশির ষষ্ঠে শনি অবস্থান করলে মন্দিরে বা ধর্মীয় স্থানে পাদুকা (জুতো) পরিবর্তন করবেন না। জুতো হারিয়ে গেলে বা চুরি হলে অন্যের জুতো পরে আসবেন না।

৭। লগ্ন বা রাশির সপ্তমে শনি অবস্থান করলে স্ত্রীর সহিত বিবাদ এড়িয়ে চলুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক এড়িয়ে চলুন।

৮। লগ্ন বা রাশির অষ্টমে শনি অবস্থান করলে খালি পায়ে স্নান করবেন না। খালি পায়ে যথাসম্ভব কম থাকুন।

৯। লগ্ন বা রাশির নবমে শনি অবস্থান করলে যথাসম্ভব মিথ্যা এড়িয়ে চলুন। মাছ, মাংস, সুরা পান এড়িয়ে চলুন বা কম করুন।

১০। লগ্ন বা রাশির দশমে শনি অবস্থান করলে কাছে কোনও রকম অস্ত্র রাখবেন না। এমনকি, ছোট ছুরি ব্লেডও না। যথা সম্ভব এক স্থানে বসে কাজ করুন।

১১। লগ্ন বা রাশির একাদশে এবং দ্বাদশে শনি অবস্থান করলে প্রতারণা, বঞ্চনা করবেন না, কর্মক্ষেত্রে ষড়যন্ত্রকারীর থেকে অনেক দূরে থাকুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement