Astro Tips

সংসারের বাধা কাটাতেই কি রাখা হয় বিপত্তারিনীর ব্রত? দেবীর আরাধণার কোনও বিশেষ সময় আছে কি?

দেবী বিপত্তারিণীর উপাসনা আসলে দেবী দুর্গারই উপাসনা। বিপদ থেকে রক্ষা করেন যিনি, তিনিই সঙ্কটনাশিনী দেবী বিপত্তারিণী।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১৯:৫৩
Image of Bipadtarini Ma.

সঙ্কটনাশিনী দেবী বিপত্তারিণী। ছবি: সংগৃহীত।

দেবী দুর্গার ১০৮ অবতারের অন্যতম দেবী বিপত্তারিণী। দেবী কখনও দশভুজা, কখনও চতুর্ভুজা। দেবী বিপত্তারিণীর উপাসনা আসলে দেবী দুর্গারই উপাসনা।

বিপদ থেকে রক্ষা করেন যিনি, তিনিই সঙ্কটনাশিনী দেবী বিপত্তারিণী। পৌরাণিক কাহিনি দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ দেবী তপস্যা বলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন। দেবী পার্বতীর শরীর থেকেই সৃষ্টি হয় দেবী বিপত্তারিণী।

Advertisement

দেবী বিপত্তারিণীর উপাসনা করলে সংসারের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সংসারের মঙ্গল হয়। আষাঢ় মাসের রথ এবং উল্টোরথের মধ্যের মঙ্গল এবং শনিবার দেবী বিপত্তারিণীর ব্রত পালন করা হয়।

২৪ জুন, শনিবার এবং ২৭ জুন মঙ্গলবার দেবী বিপত্তারিণীর ব্রত।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

৯ আষাঢ়, ২৪ জুন, শনিবার।

তিথি– (আষাঢ় শুক্লপক্ষ) ষষ্ঠী রাত্রি ১০টা ১৮ মিনিট পর্যন্ত।

১২ আষাঢ়, ২৭ জুন, মঙ্গলবার।

তিথি- (আষাঢ় শুক্লপক্ষ) নবমী রাত্রি ঘ ৩ টে ৬ মিনিট।

গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে –

৮ আষাঢ়, ২৪ জুন, শনিবার।

তিথি– (আষাঢ় শুক্লপক্ষ) ষষ্ঠী সন্ধ্যা ৭টা ২ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত।

১১ আষাঢ়, ২৭ জুন, মঙ্গলবার।

তিথি- (আষাঢ় শুক্লপক্ষ) নবমী রাত্রি ঘ ১০টা ৪৫ মিনিট ১৯ সেকেন্ড।

Advertisement
আরও পড়ুন