Auspicious Days in Poush

পৌষ মাসে সাধ খাওয়ার কোনও শুভ দিন রয়েছে? নতুন জমি কেনার শুভ দিনগুলি কবে?

সফলতা প্রাপ্তির উদ্দেশেই শুভ দিন দেখে কাজ করা হয় বা কাজ শুরু করা হয়। পৌষ মাস বাংলার নবম মাস। এই মাসে সূর্য (রবি) অবস্থান করে ধনু রাশিতে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৭:৪১
Auspicious rice ceremony, baby shower and land buying dates for Bengali month poush 1431 and 17th December to 14th January 2024

—প্রতীকী ছবি।

কোনও নতুন শিল্প শুরু, শান্তিস্বস্ত্যয়ন, অন্নপ্রাশন, সাধ খাওয়া, বিয়ে, ভূমি কেনাবেচা ইত্যাদি কাজ জীবনেরই অঙ্গ। এক এক ধরনের কাজের জন্য বিশেষ দিন, মাস, বার, মুহূর্ত এবং গ্রহের অবস্থান দেখা জরুরি। এগুলির উপর কী প্রকার ফল পাওয়া যাবে সেটি নির্ভর করে। পাঁজি মেনে নির্দিষ্ট দিনে কাজ করলে বা কাজ শুরু করলে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। সফলতা প্রাপ্তির উদ্দেশেই শুভ দিন দেখে কাজ করা হয় বা কাজ শুরু করা হয়। পৌষ মাস বাংলার নবম মাস। এই মাসে সূর্য (রবি) অবস্থান করে ধনু রাশিতে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির দুই ক্ষেত্রে রবি অবস্থান করলে বিশেষ কোনও কাজ না করাই ভাল বলে মনে করা হয়। তবু জরুরি প্রয়োজনের কথা ভেবে কয়েকটি শুভ দিন নির্ণয় করা হয়। সেগুলি উল্লেখ করা হল। কিন্তু পৌষ মাসে বিয়ে করার কোনও শুভ দিন নেই।

Advertisement

পৌষ মাসে শিল্পারম্ভের শুভ দিন:

১০ পৌষ, ২৫ ডিসেম্বর, বুধবার।

১১ পৌষ, ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার।

১৮ পৌষ, ২ জানুয়ারি, বৃহস্পতিবার।

২২ পৌষ, ৬ জানুয়ারি, সোমবার।

২৪ পৌষ, ৮ জানুয়ারি, বুধবার।

২৬ পৌষ, ১০ জানুয়ারি, শুক্রবার।

পৌষ মাসে শান্তিস্বস্ত্যয়নের শুভ দিন:

৫ পৌষ, ২০ ডিসেম্বর, শুক্রবার।

৭ পৌষ, ২২ ডিসেম্বর, রবিবার।

১০ পৌষ, ২৫ ডিসেম্বর, বুধবার।

১১ পৌষ, ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার।

১৮ পৌষ, ২ জানুয়ারি, বৃহস্পতিবার।

পৌষ মাসে অন্নপ্রাশনের শুভ দিন:

১৮ পৌষ, ২ জানুয়ারি, বৃহস্পতিবার।

পৌষ মাসে সাধ খাওয়ার শুভ দিন:

১৮ পৌষ, ২ জানুয়ারি, বৃহস্পতিবার।

২৬ পৌষ, ১০ জানুয়ারি, শুক্রবার।

পৌষ মাসে ভূমি কেনাবেচার শুভ দিন:

৫ পৌষ, ২০ ডিসেম্বর, শুক্রবার।

Advertisement
আরও পড়ুন