—প্রতীকী ছবি।
আমরা সকলেই জীবন সুখে-শান্তিতে কাটাতে চাই। শান্তিপূর্ণ জীবনধারণ করতে চাওয়ার মধ্যে কোনও অন্যায়ও নেই। কিছু কিছু সময় আমরা নিজেরাই নিজেদের অজান্তে এমন কয়েকটি ভুল করে ফেলি, যার ফলে জীবনে নেমে আসে চরম বিপত্তি। কারণ, জীবন সুখে কাটাতে চাইলে সনাতন ধর্ম অনুযায়ী কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে। কথিত রয়েছে, এই নিয়ম পালনের মাধ্যমে আমরা আমাদের ইষ্ট দেবদেবীকে সন্তুষ্ট রাখতে পারি। দেবদেবী সন্তুষ্ট থাকলে জীবনে বিশেষ কোনও সমস্যা আসবে না। নিজেদের ভালর জন্যই আমাদের ছোট ছোট ভুলগুলি শুধরে নিতে হবে।
জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, কোনও ক্ষৌর কর্ম, অর্থাৎ নখ, চুল কাটা সপ্তাহে যে কোনও দিন করতে নেই। নখ কাটার জন্য সপ্তাহে বিশেষ দিন রয়েছে। সেই দিনগুলি নখ কাটলে শুভ ফল লাভ করা যায়। কয়েকটি দিন রয়েছে যখন নখ কাটলে শুভ ফল পাওয়া যায় না।
সপ্তাহের কোন দিনগুলি নখ কাটা যায় এবং সেই দিনগুলিতে নখ কাটলে কী হয়?
শুক্রবার– শুক্রবার নখ কাটলে সৌন্দর্য অধিক বৃদ্ধি পায়। এ ছাড়া এই দিন নখ কাটলে দেবীলক্ষ্মীর কৃপায় ধনসম্পত্তি বৃদ্ধি পায়।
বুধবার– বুধবার নখ কাটলে চাকরি বা ব্যবসায় উন্নতি হয়। ঋণ থাকলে সেটি থেকেও মুক্তি পাওয়া যায়।
সোমবার– সোমবার নখ কাটলে শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়।
কোন দিন নখ কাটতে নেই?
রবিবার– রবিবার নখ কাটার জন্য উপযুক্ত নয়।
মঙ্গলবার– মঙ্গলবার একেবারেই নখ কাটতে নেই। এতে মঙ্গলের দোষ সৃষ্টি হয়।
বৃহস্পতিবার– বৃহস্পতিবার নখ কাটা একেবারেই উচিত নয়।
শনিবার– শনিবার দিন নখ কাটা এড়িয়ে চলাই ভাল।
কোন সময়ে নখ কাটতে হয়?
সব সময় সকালের দিকে অর্থাৎ দিনেরবেলা নখ কাটার চেষ্টা করবেন। সূর্যাস্তের পর কখনও নখ কাটতে নেই।