Viral Video

‘আপনার জন্য প্রাণপাত করতেও রাজি’! বস্‌কে দেখেই তাঁর পায়ে ‘ডাইভ’ কর্মচারীদের

বস্‌কে দেখেই কর্মীরা সকলে সমস্বরে চিৎকার করে জানান, প্রাণ থাকতে তাঁরা কখনও কাজে ফাঁকি মারবেন না। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:০০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সদর দরজা দিয়ে অফিসের ভিতরে ঢুকছিলেন বস্। অফিসের ভিতর ঢুকেই তাঁর নজরে পড়ে, সকল কর্মচারী মেঝেয় উপুড় হয়ে শুয়ে রয়েছেন। কারও কারও হাত আবার প্রণামের ভঙ্গিতে জড়ো করা। বস্‌কে দেখেই কর্মীরা সকলে সমস্বরে চিৎকার করে জানান, প্রাণ থাকতে তাঁরা কখনও কাজে ফাঁকি মারবেন না। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘আরটি এন এসপানল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় ধরা পড়েছে একটি অফিসের দৃশ্য। বস্‌কে প্রণাম জানাতে সেখানকার কর্মীরা মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়েছেন। কর্মীরা বসের উদ্দেশে বলছেন, ‘কিমিং শাখার বস্ হুয়াংকে স্বাগত জানাই। আমরা আপনাকে কথা দিচ্ছি যে, প্রাণ থাকতে আমরা কোনও দিনও কাজে ফাঁকি মারব না। আপনার জন্য আমরা প্রাণপাত করতেও রাজি।’’

জানা যায়, ঘটনাটি চিনের গুয়াংশোউ এলাকার একটি অফিসের ঘটনা। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ার ফলে নেটাগরিক অধিকাংশ তা নিয়ে সমালোচনা শুরু করেছেন। কর্মজীবনের তিক্ততা নিয়ে আলোচনা করে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, এমন কোনও ঘটনাই নাকি ঘটেনি। পুরো ঘটনাটি নাকি সাজানো।

Advertisement
আরও পড়ুন