Astrological Predictions

কোষ্ঠী মিলিয়ে জেনে নিন আপনার উপর লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদ রয়েছে কি না

জ্যোতিষশাস্ত্র মতে লগ্নের কেন্দ্রস্থান অর্থাৎ লগ্ন, লগ্ন থেকে চতুর্থ, সপ্তম এবং দশম স্থান হল নারায়ণ বা বিষ্ণুর স্থান। আবার, লগ্নের ত্রিকোণস্থান অর্থাৎ লগ্ন, লগ্ন থেকে পঞ্চম এবং নবম স্থান হল লক্ষ্মীর স্থান।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫:০৯
Know whether you are blessed by Lakshmi-Narayan or not by calculating your astrology

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্র মতে ১২টি রাশির প্রত্যেক রাশির এক একটি অধিপতি গ্রহ রয়েছে। চন্দ্র এবং রবি একটি করে রাশির অধিপতি। বাকি গ্রহ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি দু’টি করে রাশির অধিপতি।

Advertisement

জ্যোতিষশাস্ত্র মতে লগ্নের কেন্দ্রস্থান অর্থাৎ লগ্ন, লগ্ন থেকে চতুর্থ, সপ্তম এবং দশম স্থান হল নারায়ণ বা বিষ্ণুর স্থান। আবার, লগ্নের ত্রিকোণস্থান অর্থাৎ লগ্ন, লগ্ন থেকে পঞ্চম এবং নবম স্থান হল লক্ষ্মীর স্থান। নির্দিষ্ট কোনও গ্রহ একসঙ্গে কেন্দ্র এবং ত্রিকোণ স্থানের অধিপতি হলে উক্ত গ্রহ কেন্দ্র এবং ত্রিকোণ যোগকারী গ্রহ বা যোগকারক গ্রহ হিসাবে কাজ করে। যোগকারক গ্রহ সব সময় শুভ ফল দান করে। কিন্তু কেবল মাত্র ছ’টি লগ্নের জাতক-জাতিকারাই এই আশীর্বাদ লাভ করে।


দেখে নেওয়া যাক কারা সেই আশীর্বাদ পেতে পারেন—

বৃষ লগ্নের নবম (ত্রিকোণ) এবং দশম (কেন্দ্রের) স্থানের অধিপতি গ্রহ হল শনি। শনি বৃষ লগ্নের ক্ষেত্রে যোগকারক, অর্থাৎ শুভ ফল দান করে।

মঙ্গল কর্কট লগ্নের পঞ্চম (ত্রিকোণ) এবং দশম (কেন্দ্রের) অধিপতি গ্রহ। মঙ্গল কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ যোগকারক গ্রহ।

সিংহ লগ্নের চতুর্থ (কেন্দ্র) এবং নবম (ত্রিকোণ) স্থানের অধিপতি গ্রহ হল মঙ্গল। সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ ফল দান করে, অর্থাৎ সিংহ লগ্নের জাতক-জাতিকাদের যোগকারক গ্রহ হল মঙ্গল।

শনি হল তুলা লগ্নের চতুর্থ (কেন্দ্রের) এবং পঞ্চম (ত্রিকোণ) স্থানের অধিপতি গ্রহ। তুলা যোগকারক গ্রহ শনি, শুভ ফল দান করে।

মকর লগ্নের পঞ্চম (ত্রিকোণ) এবং দশম (কেন্দ্র) স্থানের অধিপতি হল শুক্র। মকর লগ্নের ক্ষেত্রে শুক্র শুভ যোগকারক গ্রহ।

শুক্র কুম্ভ লগ্নের চতুর্থ (কেন্দ্র) এবং নবম (ত্রিকোণ) স্থানের অধিপতি গ্রহ। কুম্ভ লগ্নের ক্ষেত্রেও শুক্র শুভ ফল দান করে। কুম্ভ লগ্নের যোগকারক গ্রহ হল শুক্র।

মঙ্গল, শনি এবং শুক্র যোগকারক গ্রহ হিসাবে বৃষ, কর্কট, সিংহ, তুলা, মকর এবং কুম্ভ লগ্নের জাতক-জাতিকাদের শুভ ফল দান করে।

যোগকারক গ্রহের মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা কালে গ্রহগুলি বিভিন্ন ভাবে শুভ ফল দান করে। জন্মকুণ্ডলীতে যোগকারক গ্রহের অবস্থানের উপর এবং যোগকারক গ্রহ কতটা বলশালী তার উপর প্রাপ্ত শুভ ফলের পরিমাণ নির্ভর করে।

যোগকারক গ্রহের পূজা করলে, তাকে বিভিন্ন জিনিস উৎসর্গ করলে এবং বিভিন্ন প্রকার প্রতিকার গ্রহণ করলে বিশেষ শুভ ফল লাভ হয়।

Advertisement
আরও পড়ুন