Direction for marriage according to Zodiac Sign

কোষ্ঠী বিচার করে জেনে নিন রাশি অনুযায়ী শ্বশুরবাড়ি কোন দিকে হলে দাম্পত্য জীবন সুখের হবে?

বিয়ের শুভ সময় এবং কোন দিকে বিয়ে করা উচিত হবে তা জ্যোতিষীরা কোষ্ঠী বিচার করে বলে দিতে পারেন। রাশি অনুযায়ী শ্বশুরবাড়ির শুভ দিক ভিন্ন ভিন্ন হয়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ০৮:০৫
According to your astrology and zodiac sign, in which direction your in laws’ house should be

—প্রতীকী ছবি।

যে কোনও মা-বাবাই নিজের সন্তানদের বিয়ে নিয়ে খুব চিন্তায় থাকেন। সঠিক সময়ে এক জন সুপাত্র বা সুপাত্রীর সঙ্গে বিয়ে দিতে পেরে তবেই মা-বাবা নিশ্চিন্ত হন। এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আমাদের অনেকটা সাহায্য করতে পারে। বিয়ের শুভ সময় এবং কোন দিকে বিয়ে করা উচিত হবে তা জ্যোতিষীরা কোষ্ঠী বিচার করে বলে দিতে পারেন। রাশি অনুযায়ী শ্বশুরবাড়ির শুভ দিক ভিন্ন ভিন্ন হয়।

Advertisement

বিয়ের জন্য কোষ্ঠী বিচার:

বিয়ের জন্য কোষ্ঠীর সপ্তম ঘর বিচার করা হয়। কোষ্ঠীর সপ্তম স্থানের অধিপতি এবং এই স্থানের কারক গ্রহের বিচার করা হয় এ ক্ষেত্রে। এ ছাড়া সপ্তম ঘরের অধিপতি এবং চন্দ্র লগ্ন থেকেও বিচার করা হয়। শুক্রের স্থান থেকে সপ্তম স্থানের অধিপতির বিচার দেখেও বিয়ের শুভ দিক বিচার করা যায়। গ্রহ যে দিকে বেশি প্রভাবিত করে, সেটি দেখে দিক নির্ণয় করলে বিয়ে সফল হয়।

রাশি অনুযায়ী শ্বশুরবাড়ি কোন দিকে হলে দাম্পত্য জীবন সুখের হয়:

মেষ– মেষ রাশির ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকে বিয় করা শুভ।

বৃষ– দক্ষিণ এবং উত্তর-পশ্চিম দিক বৃষ রাশির জন্য শুভ।

মিথুন– মিথুন রাশির জন্য উত্তর-পূর্ব এবং পূর্ব দিকটা শুভ।

কর্কট– দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিক কর্কট রাশির জন্য শুভ।

সিংহ– সিংহ রাশির জন্য পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক শুভ।

কন্যা– উত্তর-পূর্ব অথবা উত্তর দিক কন্যা রাশির জন্য শুভ।

তুলা– তুলা রাশির জন্য দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিক শুভ।

বৃশ্চিক– দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ দিক বৃশ্চিক রাশির জন্য বেশ শুভপ্রদ।

ধনু– ধনু রাশির জন্য পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক খুবই শুভ।

মকর– উত্তর এবং উত্তর-পশ্চিম মকর রাশির জন্য দিক শুভ।

কুম্ভ– কুম্ভ রাশির জন্য পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিক উপযুক্ত।

মীন– মীন রাশির জন্য শুভ দিক হল দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম।

Advertisement
আরও পড়ুন