—প্রতীকী ছবি।
আমরা সকলেই জানি যে, ন’টা গ্রহের মধ্যে যে কোনও গ্রহের খারাপ প্রভাব যদি আমাদের কোষ্ঠীতে থাকে, তা হলে আমাদের জীবনে তার নানা খারাপ প্রভাব পড়ে। গ্রহের প্রভাব খারাপ থাকলে কোনও ভাবেই আমরা সুখী হতে পারব না। কোষ্ঠীতে শনি গ্রহ খারাপ অবস্থানে থাকলে তার প্রভাবে আমাদের জীবনে আসে নানা ধরনের সমস্যা। শনি গ্রহকে ঠিক করার জন্য আমরা নানা উপায় করে থাকি। শনি গ্রহের কুপ্রভাব থেকে বাঁচার জন্য জ্যোতিষশাস্ত্রেও নানা উপায়ের কথা বলা রয়েছে।
জ্যোতিষশাস্ত্রে বলা নানা উপায়ের মধ্যে একটি উপায়ের কথা এখানে বলা হল। এই উপায়টি খুবই সহজ এবং কার্যকরী। এটি পালন করার জন্য কোনও উপকরণের প্রয়োজন হবে না।
জেনে নিন উপায়টি কী:
যে সকল মানুষ তাঁদের মায়েদের খুব ভালবাসেন এবং শ্রদ্ধা করেন, শনি তাঁদের উপর খুবই সন্তুষ্ট থাকে। এখন হয়তো আপনারা ভাবছেন, সকলেই তো মাকে ভালবাসে, এমন কেউ নেই যে নিজের মাকে ভালবাসে না। কিন্তু এরই সঙ্গে কিছু উপায়ও রয়েছে, সেগুলি মাকে ভালবাসার সঙ্গে সঙ্গে করতে হবে।
১) মাকে সম্মান করতে হবে। মায়ের মনে দুঃখ লাগে এমন কথা কখনো বলা যাবে বা এমন কোনও কাজও করা যাবে না।
২) সারা দিনের মধ্যে সামান্য হলেও সময় বার করে মায়ের খোঁজ নিতে হবে।
৩) মাকে কখনো কোনও বিষয়ে মিথ্যা কথা বলা যাবে না। সারা জীবন যদি মায়ের ছোট শিশুর মতো থাকেন, তা হলে আপনার শনি গ্রহ কখনও খারাপ প্রভাব দেবে না।