বিরাট কোহলি। —ফাইল চিত্র।
স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কার পর থেকেই বিরাট কোহলির সমালোচনা চলছে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই ভারতীয় ক্রিকেটারকে কটাক্ষ করেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কেরি ও’কিফ তাঁকে অহংকারী বলেছিলেন। তবে তিনি আবার ক্ষমাও চাইলেন।
মেলবোর্ন টেস্টের প্রথম দিনে কনস্টাসের সঙ্গে ধাক্কা লাগে বিরাটের। যে ঘটনায় আইসিসি ভারতের প্রাক্তন অধিনায়কের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নিয়েছে। ও’কিফ সেই সময় বলেছিলেন, “বিরাটের পুরো কেরিয়ারটাই তৈরি অহংকারের উপর। সামনে এক জন অভিষেককারীকে দেখে সেটা আবার বেরিয়ে আসে।” প্রথম দিনে বিরাটের সমালোচনা করলেও দ্বিতীয় দিনে ও’কিফ বলেন, “বিরাটকে অহংকারী বলার জন্য ক্ষমা চাইছি। আমার এটা বলা ঠিক হয়নি। ওর একটা নিজস্ব কায়দা আছে। সেটা বজায় রেখেই খেলে ও। আমার মনে হয় অন্য এক জন ক্রিকেটার যখন তাঁর মতো কায়দা দেখাচ্ছিল, তখন বিরাট সেটা মেনে নিতে পারেনি। বিরাট আগ্রাসী, সেটাই তাঁকে লড়াকু করে তোলে।”
কী ঘটেছিল শুক্রবার? মেলবোর্নে তখন অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভার শেষ হয়েছে। মহম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। বার বার ধাক্কাধাক্কির ঘটনার রিপ্লে দেখাতে থাকে সম্প্রচারকারী চ্যানেল। সেখানে অবশ্য দেখা গিয়েছে, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলিই যাওয়ার পথে দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাঁকে ধাক্কা মারেন।
কনস্টাসকে ধাক্কা মারার কারণে কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হবে। সেই সঙ্গে লেভেল ওয়ান অপরাধ বলে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হয়।