Astrology through Birth date

কোষ্ঠী বিচার না করে সংখ্যাতত্ত্বের সাহায্যে জেনে নিন আপনার উপর গ্রহের অশুভ প্রভাব রয়েছে কি না

কোন গ্রহের অবস্থান শুভ বা অশুভ, তা নির্ভুল ভাবে জানতে কোষ্ঠী বা হস্তরেখা বিশ্লেষণ করা প্রয়োজন। কিন্তু যাঁরা কোষ্ঠী বা হস্তরেখা বিশ্লেষণ করাতে পারেননি তাঁরা সংখ্যাতত্ত্বের সাহায্যে এই বিষয়ে জানতে পারবেন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৮
Know Planetary Influences on You Through Numerology Without Horoscope Analysis

—প্রতীকী ছবি।

প্রত্যেক মানুষের উপরই গ্রহের প্রভাব রয়েছে। বিভিন্ন গ্রহের প্রভাবের ফলে আমাদের বিভিন্ন দশার মধ্যে দিয়ে যেতে হয়। সেটি কখনও ভাল হয়, কখনও আবার খারাপ। একই মানুষের ক্ষেত্রে একসঙ্গে সব গ্রহ কখনও ভাল বা খারাপ প্রভাব বিস্তার করতে পারে না। এক থেকে দু’টি গ্রহের শুভ বা অশুভ প্রভাবের কারণে মানুষ খুব ভাল বা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। কোন গ্রহের অবস্থান শুভ বা অশুভ, তা নির্ভুল ভাবে জানতে কোষ্ঠী বা হস্তরেখা বিশ্লেষণ করা প্রয়োজন। কিন্তু যাঁরা কোষ্ঠী বা হস্তরেখা বিশ্লেষণ করাতে পারেননি তাঁরা সংখ্যাতত্ত্বের সাহায্যে এই বিষয়ে জানতে পারবেন। কোষ্ঠী বা হস্তরেখা বিশ্লেষণের মতো না হলেও এই বিষয় বেশ ফলপ্রসু।

Advertisement

যাঁরা নিজেদের উপর কোনও গ্রহের শুভ বা অশুভ প্রভাব রয়েছে জানেন না, তাঁরা জন্মতারিখ অনুযায়ী সেই ব্যাপারে জেনে নিতে পারবেন। জন্মতারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট গ্রহের শুভ প্রভাবে প্রভাবিত হন। অধিকাংশ ক্ষেত্রে যে গ্রহের শুভ প্রভাব আপনার উপর রয়েছে, সেই গ্রহেরই শত্রু গ্রহের অশুভ প্রভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা বেশি থাকে।

১, ১০, ১৯ এবং ২৮ তারিখে জন্ম হলে ব্যক্তিরা রবির প্রভাবে প্রভাবিত হন। এই সকল মানুষের শনি গ্রহ থেকে সচেতন থাকা উচিত।

২, ১১, ২০ এবং ২৯ তারিখে জন্মানো জাতক-জাতিকারা চন্দ্রের প্রভাবে প্রভাবিত হন। বুধ গ্রহের অশুভ প্রভাব থেকে তাঁদের সচেতন থাকতে হয়।

৩, ১২, ২১ এবং ৩০ তারিখে জন্ম হলে ব্যক্তি বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হন। এই সকল মানুষকে শনি গ্রহ থেকে সচেতন থাকা উচিত।

৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে জন্মানো জাতক-জাতিকারা রাহুর প্রভাবে প্রভাবিত হন। রবি এবং চন্দ্রের থেকে তাঁদের সচেতন থাকতে হবে।

৫, ১৪ এবং ২৩ তারিখে জন্ম হলে জাতক-জাতিকারা বুধের প্রভাবে প্রভাবিত হন। চন্দ্রের থেকে এই সকল মানুষদের সচেতন থাকতে হবে।

৬, ১৫ এবং ২৪ তারিখে জন্মানো ব্যক্তিরা শুক্রের প্রভাবে প্রভাবিত হন। মঙ্গলের থেকে তাঁদের সচেতন থাকতে হবে।

৭, ১৬ এবং ২৫ তারিখে জন্ম হলে ব্যক্তিরা কেতুর প্রভাবে প্রভাবিত হন। এই সকল মানুষদের শনি গ্রহের অশুভ প্রভাব থেকে সচেতন থাকতে হবে।

৮, ১৭ এবং ২৬ তারিখে জন্মানো ব্যক্তিরা শনির প্রভাবে প্রভাবিত হন। রবি গ্রহের থেকে তাঁদের সচেতন থাকতে হবে।

৯, ১৮ এবং ২৭ তারিখে জন্ম হলে ব্যক্তিরা মঙ্গলের প্রভাবে প্রভাবিত হন। এই সকল জাতক-জাতিকাদের শনি গ্রহের প্রভাব থেকে সচেতন থাকতে হবে।

Advertisement
আরও পড়ুন