Aishwarya Rai Bachchan

আরাধ্যাই মিলিয়ে দিল মা-বাবাকে! একসঙ্গে নেচে প্রেমের উদ্‌যাপন ঐশ্বর্যা-অভিষেকের?

গত কয়েক দিন ধরেই ঐশ্বর্যা ও অভিষেককে এক ফ্রেমে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁদের অনুরাগীরা। সেই ইচ্ছেই পূরণ হল এ দিন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৩
Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan seen dancing together at Aradhya’s school show

আরাধ্যাই মিলিয়ে দিল ঐশ্বর্যা-অভিষেককে। ছবি: সংগৃহীত।

সমস্ত জল্পনার ইতি হয়ে গেল বৃহস্পতিবার। দিব্যি একসঙ্গে রয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। এ দিন ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল। তারকা খচিত এই স্কুলের বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরই নজরে থাকে নেটাগরিকের। এ বারও অন্যথা হল না। অনুষ্ঠানে ভিড় জমেছিল তারকাদের। আরাধ্যা বচ্চনও এ দিন মঞ্চে নজর কেড়েছিল। অনুষ্ঠান দেখতে ঐশ্বর্যা ও অভিষেক পৌঁছে গিয়েছিলেন দর্শকাসনে।

Advertisement

এই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। গত কয়েক দিন ধরেই ঐশ্বর্যা ও অভিষেককে এক ফ্রেমে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁদের অনুরাগীরা। সেই ইচ্ছেই পূরণ হল এ দিন। পাশাপাশি বসেই এ দিন অনুষ্ঠান দেখলেন আরাধ্যার মা-বাবা। মেয়ের অনুষ্ঠানের মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও দেখা গেল বচ্চন দম্পতিকে। আবার অনুষ্ঠান শেষে আরাধ্যাকে নিয়ে এক গাড়িতেই বাড়ির পথে রওনা দিলেন ঐশ্বর্যা ও অভিষেক।

তবে এখানেই শেষ নয়। ‘ওম শান্তি ওম’ ছবির গান ‘দিওয়ানগি দিওয়ানগি’র তালে একসঙ্গে পা-ও মেলালেন ঐশ্বর্যা ও অভিষেক। এই মুহূর্তও ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা।

প্রায় এক বছর ধরে জল্পনা ছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক ও ঐশ্বর্যা। বিশেষত, অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা আরও ঘনীভূত হয়েছিল। তার পর থেকে একসঙ্গে দেখা যায়নি বচ্চন দম্পতিকে। যদিও আরাধ্যার জন্মদিন নাকি একসঙ্গেই উদ্‌যাপন করেছিলেন তাঁরা। যদিও একসঙ্গে তাঁদের কোনও ছবি প্রকাশ্যে আসেনি। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানেও তাঁরা একসঙ্গে গিয়েছিলেন। কিন্তু এই প্রথম পরিবার হিসাবে ঐশ্বর্যা-অভিষেক ও আরাধ্যাকে এক ফ্রেমে দেখা গেল। তাই নেটাগরিকের প্রশ্ন, কেন এত দিন বিচ্ছেদের জল্পনা জিইয়ে রাখলেন তাঁরা? এ কি অভিষেকের ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর প্রচার ছিল?

Advertisement
আরও পড়ুন