Astrological Prediction

বছরের শেষের দিকে কোন রাশির জাতকেরা কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি করবেন?

বছরের শেষের দিকে অনেকেই ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান। কিংবা কোথায় বেড়াতে যান। কিন্তু পেশাদার হিসাবে এই সময় কোন রাশির জাতকেরা আরও উন্নতি করতে পারবেন? জানাচ্ছে জ্যোতিষ।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ১৯:১৭
How will your professional life be affected for the rest of the Month of December 2023 according to your zodiac signs.

—প্রতীকী ছবি।

আগামী ডিসেম্বর মাসের গ্রহের অবস্থান—

Advertisement

মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান বক্র গতিতে। মাসের প্রথম দিন মিথুন রাশিতে অবস্থান করবে চন্দ্র। কন্যা রাশিতে অবস্থান করবে কেতু, নিজ ক্ষেত্র তুলা রাশিতে অবস্থান করবে শুক্র।

২৫ ডিসেম্বরে শুক্র রাশি পরিবর্তন করে পরবর্তী বৃশ্চিক রাশিতে গমন করবে। বৃশ্চিক রাশিতে অবস্থান রবি এবং মঙ্গলের। রবি ১৬ ডিসেম্বর এবং মঙ্গল২৮ ডিসেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী রাহিতে গমন করবে। ধনু রাশিতে অবস্থান বুধের ১৩ ডিসেম্বর বুধ গতি পরিবর্তন করে বক্র গতি ধারন করবে এবং বক্র গতির কারণে ২৮ ডিসেম্বর পূর্ববর্তী বৃশ্চিক রাশিতে পুনঃগমন করবে। নিজ রাশি কুম্ভে অবস্থান করবে শনি, এবং মীন রাশিতে রাহু অবস্থান করবে।

মেষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান মেষ রাশির কর্মক্ষেত্রে সফলতা দান করবে।

বৃষ রাশির কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভবনা।

মিথুন রাশির কর্মক্ষেত্রে অবস্থান রাহুর, কর্মক্ষেত্র অধিপতির বক্রগতিতে অবস্থান। কর্মক্ষেত্রে মিশ্রফল প্রাপ্তির সম্ভাবনা। কর্ম সংক্রান্ত বিষয়ে হতাশা এবং বিভ্রান্তিমূলক পরিস্থিতির সম্ভাবনা।

কর্কট রাশির কর্মক্ষেত্রে অবস্থান বৃহস্পতির, দৃষ্টি সম্পর্ক শুভ গ্রহের সহিত, কর্কট রাশির কর্মক্ষেত্রে সফলতা এবং শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান কর্মক্ষেত্রে শুভফল দান করবে। মাসের শেষ সপ্তাহে ফলের পরিবর্তন ঘটবে।

কন্যা রাশির কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মাসের প্রথম অর্ধে শুভফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন ঘটবে।

তুলা রাশির কর্মক্ষেত্রের সহিত রাহুর দৃষ্টি সম্পর্ক। কর্মক্ষেত্রে মিশ্রফল প্রাপ্তির সম্ভাবনা। হঠকারিতা থেকে সচেতন।

বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র এবং ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী খুবই শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

ধনু রাশির কর্মক্ষেত্রে অবস্থান কেতুর, কর্মক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মকর রাশির কর্মক্ষেত্রে অবস্থান ক্ষেত্র অধিপতির, দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির সহিত। কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

কুম্ভ রাশির কর্মক্ষেত্রে মাসের প্রথম অর্ধ মিশ্র হলেও পরবর্তী অর্ধে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

মীন রাশির কর্মক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ হলেও পরবর্তী অর্ধে সামান্য ফলের পরিবর্তনের সম্ভাবনা।

Advertisement
আরও পড়ুন