—প্রতীকী ছবি।
রবিবার ভাইফোঁটা। হিন্দু ধর্মের মানুষদের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ। ভাইবোনের সম্পর্ক হল সবচেয়ে মধুর। এই সম্পর্কে ভালবাসার সঙ্গে মিশে থাকে খুনসুটি। ভাইবোনের এই মধুর সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে এই ভাইফোঁটা। ভাইফোঁটায় বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গলকামনা করেন। ভাইয়েরা বোনেদের সকল বিপদ থেকে রক্ষা করার অঙ্গিকার করেন। এই দিন ভাইয়েরা তাঁর আদরের বোনেদের হাতে উপহার তুলে দেন। জ্যোতিষশাস্ত্র মতে রাশি অনুযায়ী বিশেষ কিছু উপহার রয়েছে যা এই দিন দিতে পারলে ভাই এবং বোন, উভয়েরই মঙ্গল হয়।
দেখে নেব কী কী উপহার দিতে হয়:
মেষ– মেষ রাশির বোনেদের জন্য উপযুক্ত উপহার হল লাল রঙের পোশাক বা লাল রঙের যে কোনও জিনিস। এ ছাড়া দস্তার তৈরি কোনও জিনিসও দেওয়া যেতে পারে।
বৃষ– সাদা রঙের কোনও জিনিস বা রুপোর জিনিস বৃষ রাশির বোনেদের জন্য উপযুক্ত উপহার। পার্সও দেওয়া যেতে পারে।
মিথুন– আপনার বোনের রাশি মিথুন হলে তাঁকে সবুজ রঙের ঘর সাজানোর জিনিস বা বৈদ্যুতিন যন্ত্র উপহার দিতে পারেন।
কর্কট– সাদা রঙের মিষ্টি কর্কট রাশির বোনেদের অবশ্যই খাওয়াবেন। এ ছাড়া মুক্তো দিয়ে তৈরি কোনও গয়না উপহার দিতে পারেন।
সিংহ– সিংহ রাশির বোনেদের জন্য সোনালি রঙের কোনও জিনিস উপহার দিতে পারেন। এ ছাড়া কমলা রঙের মিষ্টি খাওয়াতে পারেন।
কন্যা– বই বা চকোলেট কন্যা রাশির বোনেদের জন্য উপযুক্ত উপহার। এ ছাড়া গণেশের মূর্তিও দিতে পারেন।
তুলা– তুলা রাশির বোনেদের জন্য রেশমের পোশাক এবং সুগন্ধি খুব ভাল উপহার হবে।
বৃশ্চিক– কমলা রঙের মিষ্টি বৃশ্চিক রাশির বোনেদের অবশ্যই খাওয়াতে হবে। এ ছাড়া তাঁদের প্রয়োজন মতো যে কোনও জিনিস উপহার দেওয়া যেতে পারে।
ধনু– কানের দুল ধনু রাশির বোনেদের জন্য খুব ভাল উপহার হবে।
মকর– চুমকি ও জড়ির কাজ করা পোশাক দিতে পারেন মকর রাশির বোনেদের।
কুম্ভ– কুম্ভ রাশির বোনেদের জন্য শীতের পোশাক খুব ভাল উপহার হবে।
মীন– প্রসাধনের সামগ্রী দিতে পারেন মীন রাশির বোনেদের।