Auspicious days in Kartik 2024

কার্তিক মাসে কার্তিক পুজো ছাড়া আর কী কী বিশেষ পুজো রয়েছে? ভাইফোঁটা কবে?

কার্তিক মাসে রয়েছে নানা বিশেষ পুজো। সেগুলি কবে?

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ০৮:১৪
Dates and time of Puja and fasting on Bengali month Kartik

—প্রতীকী ছবি।

রমা একাদশীর উপবাস:

Advertisement

১১ কার্তিক, ২৮ অক্টোবর সোমবার।

একাদশী:

তিথি শুরু

৯ কার্তিক, ২৬ অক্টোবর শনিবার, শেষ রাত ৫টা ২৫ মিনিট (রবিবার ভোর)।

তিথি শেষ

১১ কার্তিক, ২৮ অক্টোবর, সোমবার, সকাল ৭টা ৫১ মিনিট।

ধন ত্রয়োদশী (ধনতেরাস):

১২ কার্তিক, ২৯ অক্টোবর, মঙ্গলবার।

ত্রয়োদশী তিথি শুরু:

১২ কার্তিক, ২৯ অক্টোবর, মঙ্গলবার, সকাল ১০টা ৩৩ মিনিট।

ত্রয়োদশী তিথি শেষ:

১৩ কার্তিক, ৩০ অক্টোবর বুধবার, দুপুর ১টা ১৬ মিনিট।

অমাবস্যার নিশি পালন ও কালীপুজো:

১৪ কার্তিক, ৩১ অক্টোবর, বৃহস্পতিবার।

অমাবস্যা তিথি শুরু:

১৪ কার্তিক, ৩১ অক্টোবর, বৃহস্পতিবার, দুপুর ৩টে ৫৪ মিনিট।

অমাবস্যা তিথি শেষ:

১৫ কার্তিক, ১ নভেম্বর, শুক্রবার, সন্ধ্যা ৬টা ১৭ মিনিট।

ভাইফোঁটা:

১৭ কার্তিক, ৩ নভেম্বের, রবিবার।

দ্বিতীয়া তিথি শুরু:

১৬ কার্তিক, ২ নভেম্বর, শনিবার, রাত ৮টা ২৩ মিনিট।

দ্বিতীয়া তিথি শেষ:

১৭ কার্তিক, ৩ নভেম্বর, রবিবার, রাত ১০টা ৬ মিনিট।

নাড়ী ষষ্ঠী ও ছটপুজো:

২১ কার্তিক, ৭ নভেম্বর,বৃহস্পতিবার।

ষষ্ঠী তিথি শুরু:

২০ কার্তিক, ৬ নভেম্বর, বুধবার, রাত ১২টা ৪৩ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ:

২১ কার্তিক ৭ নভেম্বর, বৃহস্পতিবার, রাত ১২টা ৩৫ মিনিট।

জগদ্ধাত্রী পুজো:

সপ্তমী: ২২ কার্তিক, ৮ নভেম্বর, শুক্রবার।

সপ্তমী তিথি শুরু:

২১ কার্তিক ৭ নভেম্বর, বৃহস্পতিবার, রাত ১২টা ৩৬ মিনিট।

সপ্তমী তিথি শেষ:

২২ কার্তিক, ৮ নভেম্বর, শুক্রবার, রাত ১১টা ৫৭ মিনিট।

দশমী, শ্রীশ্রী বৃহস্পতি গ্রহাবিভাব:

২৫ কার্তিক, ১১ নভেম্বর, সোমবার।

দশমী তিথি শুরু:

২৪ কার্তিক, ১০ নভেম্বর, রবিবার, রাত ৯টা ৩ মিনিট।

দশমী তিথি শেষ:

২৫ কার্তিক, ১১ নভেম্বর, সোমবার, রাত ৬টা ৪৭ মিনিট।

শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা:

২৯ কার্তিক, ১৫ নভেম্বর, শুক্রবার।

পূর্ণিমা তিথি শুরু:

২৯ কার্তিক, ১৫ নভেম্বর, শুক্রবার।

সকাল ৬টা ২১ মিনিট হইতে রাত ২টো ৫৯ মিনিট পর্যন্ত।

কার্তিক পুজো ও ইতুপুজো:

৩০ কার্তিক, ১৬ নভেম্বর, শনিবার।

Advertisement
আরও পড়ুন