দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন তিনিই হলেন দেবী অন্নপূর্ণা। দেবী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের ঝুলি পূর্ণ করেন না, দেবী অন্নপূর্ণা হলেন অন্নদাত্রী। তাঁর কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। পুরান মতে, দেবাদিদেবের সঙ্গে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে দেবী কৈলাস ত্যাগ করেন। এর ফলে খাদ্যের অভাবে মহামারি ঘটে। ভক্তগণকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব ভিক্ষার ঝুলি নিজের কাঁধে তুলে নেন। কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও আকাল ঘটে, অর্থাৎ ভিক্ষা মেলে না। অবশেষে দেবাদিদেব শোনেন, কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন। দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয় না। অবশেষে মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করে ভক্তগণকে মহামারি এবং খাদ্যাভাব থেকে রক্ষা করেন।
চৈত্র মাসের শুক্লাষ্টমীতে কাশীতে দেবী অন্নপূর্ণা অবতীর্ণ হন। নিষ্ঠার সঙ্গে দেবী অন্নপূর্ণার আরাধনা করলে সংসারে কখনও অভাব দেখা দেয় না।
২২ চৈত্র, ৫ এপ্রিল শ্রীশ্রী অন্নপূর্ণা পূজা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে -
অষ্টমী তিথি আরম্ভ–
বাংলা– ২১ চৈত্র, শুক্রবার।
ইংরেজি– ৪ এপ্রিল, শুক্রবার।
সময়– রাত ৮টা ১৪ মিনিট।
অষ্টমী তিথি শেষ –
বাংলা– ২২ চৈত্র, শনিবার।
ইংরেজি– ৫ এপ্রিল, শনিবার।
সময়– রাত ৭টা ২৭ মিনিট।
নবমী তিথি আরম্ভ–
বাংলা– ২২ চৈত্র, শনিবার।
ইংরেজি– ৫ এপ্রিল, শনিবার।
সময়– রাত ৭ টা ২৮ মিনিট
নবমী তিথি শেষ –
বাংলা– ২৩ চৈত্র, রবিবার।
ইংরেজি– ৬ এপ্রিল, রবিবার।
সময়– রাত ৭টা ২৪ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে -
অষ্টমী তিথি আরম্ভ –
বাংলা– ২১ চৈত্র, শুক্রবার।
ইংরেজি– ৪ এপ্রিল, শুক্রবার।
সময়– রাত ১টা ৩৭ মিনিট ৩৫ সেকেন্ড।
অষ্টমী তিথি শেষ –
বাংলা– ২২ চৈত্র, শনিবার।
ইংরেজি– ৫ এপ্রিল, শনিবার।
সময়– রাত ১২টা ২১ মিনিট ৩৯ সেকেন্ড।
নবমী তিথি আরম্ভ –
বাংলা– ২২ চৈত্র, শনিবার।
ইংরেজি– ৫ এপ্রিল, শনিবার।
সময়– রাত ১২টা ২১ মিনিট ৪০ সেকেন্ড।
নবমী তিথি শেষ–
বাংলা– ২৩ চৈত্র, রবিবার।
ইংরেজি– ৬ এপ্রিল, রবিবার।
সময়– রাত ১১টা ৩১ মিনিট ৪ সেকেন্ড।