Biswakarma Puja

শনিবার বিশ্বকর্মা পূজা, জেনে নিন নির্ঘণ্ট

হিন্দু শাস্ত্র মতে, তিথি এবং পূজার সময় নির্ধারণ করা হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে। বিশ্বকর্মা পূজা নির্ধারণ করা হয় সূর্যের গতির উপর নির্ভর করে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১১:০৯
বিশ্বকর্মা দেবশিল্পী, স্থাপত্য, শিল্প, সৃষ্টি, নির্মাণই তাঁর কর্ম।

বিশ্বকর্মা দেবশিল্পী, স্থাপত্য, শিল্প, সৃষ্টি, নির্মাণই তাঁর কর্ম। ছবি- সংগৃহীত

সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমনের দিনে হয় বিশ্বকর্মা পূজা। হিন্দু শাস্ত্র মতে, তিথি এবং পূজার সময় নির্ধারণ করা হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে। বিশ্বকর্মা পূজার সময় নির্ধারণ করা হয় সূর্যের গতির উপর নির্ভর করে। বিশ্বকর্মা দেবশিল্পী, স্থাপত্য, শিল্প, সৃষ্টি, নির্মাণই তাঁর কর্ম। দেব শিল্পী বিশ্বকর্মা বৈদিক দেব। শাস্ত্রমতে দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাস পুত্র বিশ্বকর্মা। আগামী ৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, শনিবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, শনিবার

তিথি (ভাদ্র কৃষ্ণপক্ষ) সপ্তমী দিবা ঘটিকা ২টো ১৫ মিনিট পর্যন্ত।

গুপ্ত প্রেস পঞ্জিকা মতে

৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, শনিবার

তিথি (ভাদ্র কৃষ্ণ পক্ষ) সপ্তমী ঘটিকা ৩টে ৩ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত।

১৭ সেপ্টেম্বর, ২০২২ ভারতীয় সময় ৭টা ২২ মিনিটে রবি (সূর্য) রাশি পরিবর্তন করে সিংহ রাশি হইতে কন্যা রাশিতে গমন করবে

Advertisement
আরও পড়ুন