সংসারে সুখ-সমৃদ্ধি আনতে দোল পূর্ণিমার করুন বিশেষ কিছু টোটকা। ছবি: সংগৃহীত।
মঙ্গলবার, ৭ মার্চ দোল পূর্ণিমা। এই দিনটা অত্যন্ত পবিত্র বলে মানা হয়। জ্যোতিষশাস্ত্রে এই দিনে করা বিশেষ কিছু টোটকার কথা বলা আছে, যা ঠিক মতো করতে পারলে জীবনে দ্বিগুণ সুখ-সমৃদ্ধি আসবে।
টোটকা
১) এই দিন বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণের পুজো করা এবং সত্য নারায়ণের ব্রত বাড়িতে করা অত্যন্ত শুভ। পুজোর পর সেই প্রসাদ আশপাশে থাকা সকলের মধ্যে বিতরণ করতে হবে।
২) এই দিন সন্ধ্যাবেলায় খিচুড়ি ভোগ রাধাকৃষ্ণের যুগল মুর্তিতে অর্পণ করুন।
৩) এই দিন ইঁদুরের গর্তের মাটি একটা পাত্রে নিয়ে, লাল কাপড়ে মুড়ে, বাড়ির ঈশান কোণে রেখে দিন এবং প্রতিদিন জল অর্পণ করুন।
৪) দোলযাত্রার দিন একটা পাত্রে জোয়ারের জল এবং কাঁচা দুধ একত্রে মিশিয়ে চন্দ্র দেবকে অর্পণ করুন।
৫) এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে।
৬) এই দিন বাড়িতে নিত্য পুজো করার সময়ে অবশ্যই দেব-দেবতার চরণে আবির দিন।
৭) দোলের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া খুব ভাল।
৮) দোলের দিন কোনও মতে তেতো খাবার খাবেন না।
৯) দোলের দিন সন্ধ্যাবেলা ঘরের দেবতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে।
১০) এই দিন রং খেলার সময়ে অবশ্যই গোলাপি, হলুদ, লাল, সবুজ ও নীল রঙের আবির ব্যবহার করুন।