Dev

শহিদ স্মরণে ‘পাগলু’, ব্যাখ্যা দিলেন নায়ক

তৃণমূল ক্ষমতায় আসার পরে শহিদ তর্পণের সভাটি ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। সেই সভায় নিজের জনপ্রিয় ওই ছবির গানটি গেয়েছিলেন দেব।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ০৭:৫৫
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেব। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

শহিদ তর্পণের মঞ্চে তাঁর ‘পাগলু’ ছবির গান গেয়ে দীর্ঘ দিন কটাক্ষ সইতে হয়েছে। এ বার ১৪ বছর পরে তারই ব্যাখ্যা দিলেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। ধনধান্য প্রেক্ষাগৃহে বুধবার ‘পড়ুয়া সপ্তাহে’র সমাপ্তি অনুষ্ঠানে দেব বললেন, ‘‘এত দিন বলার সুযোগ পাইনি। এখন বলছি। আসলে আমি গানটা গাইনি। লক্ষ লক্ষ মানুষ গানটা ধরেছিলেন। গলা মিলিয়েছিলাম।”

Advertisement

ধনধান্য প্রেক্ষাগৃহের ওই অনুষ্ঠানে এ দিন উপস্থিত দেবকে গান গাইতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই দেব সকলের উদ্দেশে বলেন, “আমার গান নিয়ে একটা ইতিহাস আছে। ২০১১ সালে ২১ জুলাইয়ের মঞ্চে ভুল করে ‘পাগলু’ গানটা গেয়েছিলাম। তখন বুঝিনি।’’ প্রসঙ্গত, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে শহিদ তর্পণের সভাটি ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। সেই সভায় নিজের জনপ্রিয় ওই ছবির গানটি গেয়েছিলেন দেব। দলের ভিতরে-বাইরে তা নিয়ে সমালোচনা হয়েছিল প্রবল। তৃণমূলের সভা-মঞ্চে তারকাদের উপস্থিতি এবং তাঁদের কাজকর্ম নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল তখন থেকেই। এত দিন পরে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১৪ বছর আগে ব্রিগেড-মঞ্চে সেই গানের ব্যাখ্যা দিলেন শাসক দলের তারকা-সাংসদ।

Advertisement
আরও পড়ুন