Love Story

প্রেম নিবেদনের ঠিক আগে যুবক জানতে পারলেন তিনি ক্যানসারে আক্রান্ত! পরিণতি পেল সেই প্রেম?

সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০২১ সালে। একটি নির্মাণ সংস্থায় কাজ করতেন জোশ। ক্লোয়ি নামের এক সহকর্মীর প্রেমে পড়েন তিনি। জোশ যে তাঁকে মনেপ্রাণে ভালবেসে ফেলেছেন, সে কথা ক্লোয়িরও অজানা ছিল না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ০৮:০২
Love Story of a couple that began with Leukaemia diagnosis

—প্রতীকী ছবি।

জীবনে যতই পরিকল্পনা করা হোক না কেন, ভাগ্য সব কিছু ওলটপালট করে দিতে পারে এক মুহূর্তে। অন্তত তেমনটাই মনে করেন অনেকে। সে রকম উদাহরণ রয়েছে অনেকে। যেমনটা হয়েছিল ইংল্যান্ডের ডনকাস্টারের বাসিন্দা জোশ নামে এক যুবকের সঙ্গে। ভালবাসার মানুষকে প্রেম নিবেদন করার দিনেই ক্যানসার ধরা পড়েছিল তাঁর। এক নিমেষে চুরমার হয়ে গিয়েছিল তাঁর স্বপ্ন।

Advertisement

সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০২১ সালে। একটি নির্মাণ সংস্থায় কাজ করতেন জোশ। ক্লোয়ি নামের এক সহকর্মীর প্রেমে পড়েন তিনি। জোশ যে তাঁকে মনেপ্রাণে ভালবেসে ফেলেছেন, সে কথা ক্লোয়িরও অজানা ছিল না। দু’জনের বন্ধুত্ব হয় ধীরে ধীরে। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব আরও গাঢ় হয়। অবশেষে দু’জনে ‘ডেট’-এ যাওয়ার পরিকল্পনা করে। জোশ ঠিক করেন সে দিনই প্রেম নিবেদন করবেন ক্লোয়িকে। সেই মতো পরিকল্পনাও করেন। তবে তিনি তখনও জানতেন না যে তাঁর জন্য কী অপেক্ষা করে রয়েছে।

যে দিন একসঙ্গে বাইরে বেরোনোর কথা, ঠিক তার আগের দিনই অসুস্থ হয়ে পড়েছিলেন জোশ। তাঁর শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। রাত বাড়লে জ্বরও আসে। চিকিৎসকদের পরামর্শে রক্ত পরীক্ষা করান জোশ। তাঁদের দেখা হওয়া যাতে বাতিল না হয়, তার জন্য মরিয়া হয়ে ক্লোয়িকে বাড়িতেই আমন্ত্রণ জানান তিনি। রাতের খাবার তৈরির প্রস্তুতিও শুরু করেন। কিন্তু সন্ধ্যার সময় তাঁর কাছে আসা একটি ফোনে বদলে যায় তাঁর জীবন। সেই ফোন এসেছিল হাসপাতাল থেকে। হাসপাতালের তরফে তাঁকে অবিলম্বে দেখা করার কথা জানানো হয়। এর পর ক্লোয়িকে নিয়েই হাসপাতালে যান জোশ। হাসপাতালে গিয়ে জোশ জানতে পারেন, তাঁর ‘লিউকেমিয়া’ বা রক্তের ক্যানসার হয়েছে। কিন্তু তা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সঠিক চিকিৎসা হলে তা নিরাময় সম্ভব। সেই কথা শুনে সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছিলেন জোশ। তবে মনের জোর হারাননি।

এর পর থেকে লড়াই শুরু হয় জোশের। তবে তাঁর পাশ থেকে সরে যাননি ক্লোয়ি। শক্ত খুঁটির মতো বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এমনকি প্রতি বার হাসপাতালে শারীরিক পরীক্ষা করতে যাওয়ার সময় জোশের সঙ্গেই যেতেন ক্লোয়ি। অবশেষে জোশ সুস্থ হয়ে ওঠেন। ২০২২ সালের জুলাই মাসে ক্লোয়িকে প্রেম নিবেদন করেন জোশ। বিয়ের প্রস্তাবও দেন। এর পর ২০২৩ সালের অগস্টে তাঁদের চার হাত এক হয়।

জোশ-ক্লোয়ির সেই প্রেমের কথা সংবাদমাধ্যমে উঠে এসেছে। সমাজমাধ্যমেও চর্চা শুরু হয়েছে তাঁদের জীবনসংগ্রাম এবং পরিণতি নিয়ে।

Advertisement
আরও পড়ুন