Astrological Predictions

ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন? শত্রুরা ক্ষতি করবে না তো? এপ্রিলে কী বলছে আপনার রাশি?

জেনে নিন, এপ্রিল মাসের গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কোন রাশি শুভ এবং কোন রাশি অশুভ ফল পাবে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১১:০৯
astrology

—প্রতীকী ছবি।

এপ্রিলে কোনও কোনও রাশির জাতক-জাতিকাদের কিছু ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করে চলা জরুরি। কয়েকটি রাশির জাতকেরা শত্রুর দ্বারা এই মাসে প্যাঁচে পড়তে পারেন। জেনে নিন, এপ্রিল মাসের গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কোন রাশি শুভ এবং কোন রাশি অশুভ ফল পাবে।

Advertisement

মেষ রাশি: শত্রুর সমস্যায় না ভুগলেও ঋণ দান এবং গ্রহণের বিষয়ে মেষ রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা আসবে।

বৃষ রাশি: মাসের প্রথম ভাগে ঋণ এবং শত্রু সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা কম, তবে পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে। প্রতিযোগিতায় মিশ্র ফল প্রাপ্তি হবে।

মিথুন রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা নেই, অর্থাৎ ঋণ এবং শত্রু উভয় বিষয়েই সচেতনতা অবলম্বন করতে হবে। প্রতিযোগিতাতেও সফলতা লাভের সম্ভাবনা কম।

কর্কট রাশি: ঋণ দান, গ্রহণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতা ক্ষেত্রেও ভাল ফল পাবেন না।

সিংহ রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সমস্যা বা ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতা শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সমস্যা বা ভোগার আশঙ্কা নেই। শত্রুর দ্বারা নাজেহাল হবেন না। প্রতিযোগিতায় শুভ ফল পাবেন।

তুলা রাশি: গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সমস্যার আশঙ্কা নেই। প্রতিযোগিতায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগে মিশ্র ফল প্রাপ্তি হলেও, পরবর্তী ভাগে শুভ ফল প্রাপ্তি হবে। প্রতিযোগিতার ক্ষেত্রেও মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ বেশি শুভ।

ধনু রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি, প্রতিযোগিতায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মকর রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তি হলেও, দ্বিতীয় ভাগে ফলের পরিবর্তন হবে। প্রতিযোগিতার ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগ বেশি শুভ।

কুম্ভ রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতার ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

মীন রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্ত হবে, তবে দ্বিতীয় ভাগে ফলের পরিবর্তন হবে। প্রতিযোগিতার ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগ বেশি শুভ।

Advertisement
আরও পড়ুন