নিন্দকদের উদ্দেশে কী করলেন ঐশ্বর্যা রাই বচ্চন? ছবি: সংগৃহীত।
প্রায় এক বছর ধরে জল্পনা চলেছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। বিশেষত, অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা আরও ঘনীভূত হয়েছিল। তার পর থেকে একসঙ্গে দেখা যায়নি বচ্চন দম্পতিকে। যদিও আরাধ্যার জন্মদিন নাকি একসঙ্গেই উদ্যাপন করেছিলেন তাঁরা। তার পরই আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন বচ্চন দম্পতি। তাতে যদিও তাঁদের বিচ্ছেদের জল্পনা থামেনি। তবে এ বার আর কোনও জল্পনা জিইয়ে রাখতে চান না ঐশ্বর্যা। নিজেদের ১৮তম বিবাহবার্ষিকীতে নিন্দকদের মুখ বন্ধ করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
এমনিতেই অল্প কথার মানুষ ঐশ্বর্যা। সংবাদমাধ্যমের সামনে কখনওই ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কোনও মন্তব্য করেন না অভিনেত্রী। যদিও তাঁর বুদ্ধিমত্তা নিয়ে কোনও প্রশ্ন নেই। কারণ সব সময় তিনি তাঁর জবাবে স্তব্ধ করে দিয়েছেন বিদেশি সংবাদমাধ্যমকে। তাই যখন তাঁর বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন উঠেছে অনুরাগী মহলে, সেই সময়ও স্বামী ও মেয়েকে নিয়ে বিবাহবার্ষিকী উদ্যাপনের ছবি দিয়ে যেন সবটা স্পষ্ট করে দিলেন ঐশ্বর্যা। তাঁরা যে দিব্যি একসঙ্গে আছেন সেই বার্তাই দিলেন অভিনেত্রী।