pregnant

Pregnancy Tips: মা হতে চলেছেন? এই সময় রূপটানের আগে কী কী মনে রাখবেন

যাঁরা মা হতে চলেছেন, প্রসাধন সামগ্রী ব্যবহারের আগে তাঁদের বাড়তি সতর্ক হতে হবে। কী ভাবে নেবেন সুরক্ষা?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ১৯:১৭
অন্তঃসত্ত্বাদের রূপটানে ব্যবহৃত প্রসাধনী পণ্য বেছে নেওয়ার আগে কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত।

অন্তঃসত্ত্বাদের রূপটানে ব্যবহৃত প্রসাধনী পণ্য বেছে নেওয়ার আগে কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত। সৌজন্য : আইস্টক

বাজার চলতি অধিকাংশই প্রসাধনীই রাসায়নিক যুক্ত। সেগুলি ত্বকের জন্যে একদমই ভাল নয়। বিশেষ করে যাঁরা অন্তঃসত্ত্বা, তাঁদের রূপটানের জন্য প্রসাধনী নির্বাচন করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার। অন্তঃসত্ত্বাদের রূপটানে ব্যবহৃত প্রসাধনী পণ্য বেছে নেওয়ার আগে কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত।

কী সেগুলি?

Advertisement
অন্তঃসত্ত্বা অবস্থায় রাসায়নিক উপাদান যুক্ত প্রসাধনী সামগ্রী ব্যবহারে বিরত থাকুন।

অন্তঃসত্ত্বা অবস্থায় রাসায়নিক উপাদান যুক্ত প্রসাধনী সামগ্রী ব্যবহারে বিরত থাকুন। ছবি: সংগৃহীত

১) বাজার চলতি প্রসাধন পণ্যগুলির মধ্যে প্যারাবেন, সোডিয়াম লরিল সালফেট, ফ্যাথলেট ইত্যাদি রাসায়নিক উপাদান থাকে। অন্তঃসত্ত্বাদের জন্যে সেগুলি অত্যন্ত ক্ষতিকর। যে প্রসাধনীগুলিতে এই রাসায়নিক নেই, সেগুলি ব্যবহার করুন।

২) বহু প্রসাধনী সামগ্রীতেই রেটিনয়েডস এবং স্যালিসিলিক অ্যাসিড নামক ক্ষতিকারক পদার্থ থাকে। অন্তঃসত্ত্বা অবস্থায় এই ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহারে বিরত থাকুন।

৩) অন্তঃসত্ত্বা অবস্থায় যে কোনও প্রসাধনী পণ্য ক্রয় বা ব্যবহার করার আগে সেগুলি বিপিএ মুক্ত, ডিইএ মুক্ত কি না দেখে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement