Skin

Beauty Products Care: রূপচর্চার প্রসাধনী খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে? কী ভাবে রাখলে ভাল থাকবে বহু দিন

ঘরের তাপমাত্রায় সিরাম, টোনারের মতো রূপচর্চার সামগ্রীগুলি বেশি দিন ভাল থাকে না। সেগুলি ভাল রাখতে কী করবেন?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৬:৩৩
লিপস্টিক অনেক দিন ভাল রাখতেে  ফ্রিজে তুলে রাখুন।

লিপস্টিক অনেক দিন ভাল রাখতেে ফ্রিজে তুলে রাখুন। ছবি: সংগৃহীত

প্রাত্যাহিক জীবনে রূপচর্চা বা ত্বকের পরিচর্যায় অনেকেই বিভিন্ন প্রসাধন সামগ্রী ব্যবহার করে থাকেন। ত্বকের যত্নের পাশাপাশি সেই জিনিসগুলিও ভাল রাখা দরকার। রূপচর্চায় ব্যবহৃত হয় এমন কতগুলি জিনিস ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভাল থাকে।

জেনে নিন কোনগুলি


Advertisement
অ্যালো ভেরা জেল ঠান্ডায় ভাল থাকে।

অ্যালো ভেরা জেল ঠান্ডায় ভাল থাকে। ছবি: সংগৃহীত

লিপস্টিক: ঘরের তাপমাত্রায় লিপস্টিক রাখলে অনেক সময়ে গলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই দীর্ঘ দিন লিপস্টিক সংরক্ষণ করতে চাইলে তা ফ্রিজে রাখতে পারেন।

টোনার: ত্বকের জন্য ফ্রিজে রাখা ঠান্ডা টোনার বেশ কার্যকর।

সিরাম: ফ্রিজে সংরক্ষিত ঠান্ডা সিরাম ত্বকের রক্ত সঞ্চালনে সাহায্য করে।

লিপ বাম: লিপ বাম ভাল রাখতে অবশ্যই ফ্রিজে রাখুন।

ফেস মাস্ক: বেশ কয়েক দিন পর্যন্ত ফেস মাস্ক ভাল রাখতে তা ফ্রিজে তুলে রাখতে পারেন। ঠান্ডা ফেস মাস্ক ত্বকের জ্বালা ভাব নিমেষে কমিয়ে দেয়।

অ্যালো ভেরা জল: অ্যালো ভেরা গাছ ছায়াতেই বেশি ভাল থাকে। অ্যালো ভেরা জেলও ফ্রিজের ঠান্ডায় রাখলে অনেক দিন পর্যন্ত ভাল থাকে।

আরও পড়ুন
Advertisement