Vitamin C Deficiency

শরীরে ভিটামিন সি-র অভাব হলে কী কী হতে পারে? এর ঘাটতি চট করে ধরাও পড়ে না, ফলে সাবধান!

ভিটামিন সি শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি অ্যান্টিঅক্সিড্যান্ট। রোজের ডায়েটে ভিটামিন সি সমৃদ্ধ সব্জি বা ফল রাখারই পরামর্শ দেন পুষ্টিবিদেরা। এর ঘাটতি হলে কী করবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২৪ ১২:২৩
Vitamin C: Why is it important, what are the benefits

ভিটামিন সি এর অভাব হলে কী করবেন। ছবি: ফ্রিপিক।

প্রোটিন, কার্বোহাইড্রেটের মতোই শরীরের একটি জরুরি উপাদান হল ভিটামিন। আর সেই ভিটামিনের মধ্যে রয়েছে বিভিন্ন রকম ভাগ। তার মধ্যে ভিটামিন সি, শরীরের জন্য খুবই জরুরি একটি ভিটামিন। পুষ্টিবিদেদের মুখে প্রায়ই শুনবেন, তাঁরা বলছেন শরীর ভাল রাখতে হলে ভিটামিন সি আছে, এমন কিছু খাদ্যশস্য খেতে হবে।

Advertisement

ভিটামিন সি শরীর থেকে দূষিত পদার্থ বার করতে যেমন সাহায্য করে, তেমনই ওজন কমাতেও এর জুড়ি মেলা ভার। শরীরে এই ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়া এবং মাড়ির রোগ হতে পারে। ত্বকের নানা রোগ হতে পারে। আরও বিভিন্ন সংক্রামক অসুখবিসুখ জাঁকিয়ে বসতে পারে। তা হলে চলুন জেনে নিই, ভিটামিন সি শরীরের জন্য কেন জরুরি এবং এর ঘাটতি হলে কী কী হতে পারে।

ভিটামিন সি কেন জরুরি?

১. শরীরের নানান রোগকে প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়।

২. সংক্রামক অসুখবিসুখ থেকে শরীরকে রক্ষা করে।

৩. ত্বক ও চুল ভাল রাখে। কোলাজেন (এক ধরনের প্রোটিন) তৈরি করতে পারে ভিটামিন সি। কোলাজেন প্রোটিনটি স্বাস্থ্যকর ত্বকের জন্য গুরুত্বপূর্ণ।

৪. ক্ষত দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে।

৫. শরীরের পাশাপাশি মনের জন্যও ভাল ভিটামিন সি। রোজের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে ভিটামিন সি রাখলে মানসিক চাপ, অবসাদ থেকে রেহাই পাওয়া যায়।

কী কী খাবারে পাবেন ভিটামিন সি?

সাইট্রাস ফল অর্থাৎ লেবুজাতীয় ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। মরসুম বদলের সময় বেশি করে এই ধরনের ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। টম্যাটো, পেয়ারা, ক্যাপসিকাম, স্ট্রবেরি, ব্রকোলি, সর্ষে শাক— ভিটামিন সি-এর ভাল উৎস। পেঁপের মধ্যেও প্রচুর পরিমাণে আছে ভিটামিন সি। কাঁচা পেঁপে এবং পাকা পেঁপে দু’টিই খেতে পারেন।

শরীরে ভিটামিন সি-এর ঘাটতি হলে কী কী সমস্যা হয়?

ভিটামিন সি-এর স্বল্পতায় বেশির ভাগ ভারতীয় মহিলাই ভোগেন। অনেকেই হয়তো জানেন ভিটামিন সি-র অভাবে মুখের ভিতরে ঘা, অতিরিক্ত ঠান্ডা লাগার মতো লক্ষণ প্রকাশ পায়। তা ছাড়া আরও অনেক লক্ষণ আছে। এই ভিটামিন অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট। তাই এর ঘাটতি হলে ভাইরাস বা ব্যাক্টেরিয়া ঘটিত রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে।

ভিটামিন সি-এর অভাব প্রথম টের পাওয়া যায় ত্বকের স্বাস্থ্য হানি হলে। ত্বকের একেবারে বাইরের স্তর বা এপিডার্মিস ক্রমশ অনুজ্জ্বল ও পাতলা হয়ে পড়ে। এই স্তরের নীচে যে রক্তজালক থাকে, তার ক্ষয় শুরু হয়।

দাঁতের গোড়ায় ক্যালসিয়াম জমতে শুরু করে। মাড়ি দুর্বল হয়ে যায়। মাড়ি থেকে রক্ত বেরোতে পারে। ভিটামিন সি-এর স্বল্পতা আপনার হাড়কেও দুর্বল ও ভঙ্গুর করে দেবে। বার বার হাড় ভাঙতে পারে, বেড়ে যায় অস্টিয়োপোরোসিসের আশঙ্কাও। শিশুদের ভিটামিন সি-এর অভাব হলে তো সমস্যা আরও বেশি। হাড়ের গঠন মজবুতই হবে না। ফলে পরবর্তী সময়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে।

এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। সকলের শরীর এক রকম নয়। খাওয়াদাওয়াতেও অনেক বিধিনিষেধ খাকে অনেকেরইশরীরে ভিটামিন সি-এর ঘাটতি হলে কী কী খাবেন, আর কী কী নয়, তা চিকিৎসক ও পুষ্টিবিদের থেকে জেনে নেওয়াই ভাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement